কামরুল ব্রাদার্স-এর বৈশিষ্ট্য হচ্ছে-
i. এটি মালিকানা গ্রহণ করে
ii. এটি ঝুঁকি গ্রহণ করে
iii. এটি পণ্য উৎপাদন করে
নিচের কোনটি সঠিক?
ব্যবসায় কার্যকে অনুৎপাদনশীল শ্রম বলা হয়। কারণ-
i. এ শ্রমের দ্বারা অতিরিক্ত উৎপাদিত হয়
ii. এ শ্রম দ্বারা অতিরিক্ত উৎপাদনে অপারগ
iii. এর দ্বারা কেবল দ্রব্যই হস্তান্তরিত হয়
শ্রমবিভাগের মূল উদ্দেশ্য হলো-
i. বিশেষজ্ঞতা অর্জন
ii. কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগকরণ
iii. পারস্পরিক সহযোগিতা বাড়ানো
কাঞ্চন বড় ধরনের শিল্পপ্রতিষ্ঠার উদ্দেশ্যে মূলধন সংগ্রহ করলেন। তার মূলধন গঠনের স্তরগুলো হলো-
i. ঋণদান
ii. আর্থিক সঞ্চয় সৃষ্টি
iii. সঞ্চয়কে মূলধনে রূপান্তর
শ্রমের দক্ষতা নির্ভর করে-
i. শ্রমিক-মালিক সম্পর্কের ওপর
ii. উন্নত পরিবেশের ওপর
iii. প্রযুক্তি ব্যবহারের ওপর
উৎপাদনের উপকরণ হলো-
i. ভূমি ও শ্রম
ii. প্রমিতকরণ ও পর্যায়িতকরণ
iii. মূলধন ও সংগঠন
সাইফুল একজন দক্ষ সংগঠক। তিনি যে উপাদানগুলোর সমন্বয় ঘটান-
i. ভূমি
ii. শ্রম
iii. মূলধন