ভূমির উপাদান হলো-
i. খনিজ সম্পদ
ii. সূর্যের আলো
iii. বাতাস
নিচের কোনটি সঠিক?
প্রাচীনকালে সংগঠনকে গুরুত্ব দেওয়া হতো না। এর কারণ-
1. উৎপাদনকার্য সীমিত ছিল
ii. উৎপাদনকার্য জটিল ছিল
iii. উৎপাদনকার্য সহজ ছিল
কোনটি সৃষ্টির আদি উপাদান?
আলো, বাতাস, বনজ ও খনিজ সম্পদ নিচের কোনটির আওতাভুক্ত?
উৎপাদনে নিচের কোনটি উপাদান অক্ষয়?
ভূমি হলো উৎপাদনের-
i. আদি উপাদান
ii. প্রাকৃতিক উপাদান
iii. মৌলিক উপাদান
ভূমির ক্ষেত্রে কোন বিধিটি প্রযোজ্য?
নিচের কোনটির উৎপাদন ব্যয় নেই?
হাসমত মিয়া তার জমির উর্বরাশক্তি বৃদ্ধি করে আমন ধানের চাষ করেন। এটি কোন উপাদানের অন্তর্ভুক্ত?
ভূমি বলতে বোঝায়-
i. পৃথিবীর উপরিভাগের মাটিকে
ii. প্রকৃতিপ্রদত্ত সম্পদকে
iii. প্রাকৃতিক সম্পদকে
কোনটি ছাড়া উৎপাদন অসম্ভব?
আবুল মিয়া আমন ধানের চাষ করতে চান। এক্ষেত্রে তাকে সর্বপ্রথম কোনটিকে বেছে নিতে হবে?
কোন ক্ষেত্রে জমির পরিমাণ তুলনামূলকভাবে কম?
যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে-
i. ভূমির প্রকৃতি
ii.. ভূমির যোগান
iii. ভূমির অবস্থান
ভূমির গুরুত্ব অপরিসীম। কারণ-
i. এটি অর্থনৈতিক উন্নয়নে সহায়ক
ii. এটি কাঁচামালের যোগানদাতা
iii. এটি উৎপাদনের অন্যান্য উপকরণের উৎস
ভূমির যোগান কেমন?
ভূমির ক্ষেত্রে কোন বিধিটি প্রযোজ্য হয়?
ভূমির ক্ষেত্রে মোট উৎপাদন কী হারে বৃদ্ধি পায়?
ভূমির বৈশিষ্ট্য হলো-
i. এটি প্রকৃতি প্রদত্ত
ii. এর যোগান অসীম
iii. এটি অবিনশ্বর
উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌছানোর জন্য যেসব ব্যক্তি বা সংগঠন জড়িত থাকে তাকে কী বলে?