কে পণ্যের মালিকানা গ্রহণ করে?
কোন মধ্যস্থকারবারি আমদানি-রপ্তানিতে সহায়তা করে?
কোম্পানির শেয়ার ও ঋণপত্র ক্রয়-বিক্রয়ে জড়িত থাকে-
অনাদায়ি পাওনা আদায়ে সহায়তা করে কে?
ক্রেতা-বিক্রেতার মধ্যে যোগসূত্র স্থাপন করে কে?
মধ্যস্থকারবারির কোন ধরনের কাজের মাধ্যমে সমাজ উপকৃত হয়?
কেন শিল্পপণ্যের চেয়ে ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি বড়?
কোনটি বণ্টনপ্রণালির কাজ হচ্ছে-
i. সংযোগ সাধন করা
ii. অর্থসংস্থান করা
iii. কাঁচামাল ক্রয় করা
নিচের কোনটি সঠিক?
বণ্টনপ্রণালি উৎপাদনকারীর জন্য যে কাজ সম্পাদন করে তা হচ্ছে-
i. কর্মসংস্থান
ii. বস্তুগত বণ্টন
iii. ঝুঁকি গ্রহণ
ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি দীর্ঘ হওয়ার কারণ হচ্ছে-
i. ক্রেতাদের অবস্থান বিস্তৃত এলাকায়
ii. ক্রেতার সংখ্যা বেশি
iii. ক্রয়ের পরিমাণ কম
মধ্যস্থকারবারির যে কাজ দ্বারা ক্রেতারা সুবিধা পায় তা হচ্ছে-
i. ঝুঁকি বহন
ii. সহজে পণ্য প্রাপ্তি
iii. অর্থসংস্থান
কার্যভিত্তিক মধ্যস্থকারবারি হচ্ছে-
i. ব্যাংক
ii. বিমা
iii. পরিবহন প্রতিষ্ঠান
মধ্যস্থকারবারি ব্যবহারের সমস্যা হচ্ছে-
i. সিন্ডিকেট সৃষ্টি
ii. মূল্য বৃদ্ধি
iii. বাজার নিয়ন্ত্রণ
বাংলাদেশে কৃষিপণ্যের বিপণন সমস্যা হচ্ছে-
i. বাজার তথ্যের অভাব
ii. অত্যধিক মধ্যস্থকারবারি
iii. বীজ ও সারের সংকট
বাংলাদেশে কৃষিপণ্যের বিপণন সমস্যা সমাধান করার জন্য যা করা যায় তা হচ্ছে-
i. সমবায় বিপণন করা
ii. ভেজাল ও মিশ্রণ নিয়ন্ত্রণ করা
iii. মধ্যস্থকারবারির সংখ্যা হ্রাস করা
সোহাগ কোন ধরনের মধ্যস্থকারবারি নিকট ডিম বিক্রয় করে?
মধ্যস্থকারবারির কোন কাজের মাধ্যমে সোহাগ উপকৃত হতে পারে?
'প্রতিদিন জেনারেল স্টোর' কোন ধরনের মধ্যস্থকারবারি?
'প্রতিদিন জেনারেল স্টোর'-এর ক্ষেত্রে যে কথাটি ঠিক তা হচ্ছে-
i. এটি পণ্যের মালিকানা গ্রহণ করে
ii. এটি পণ্যের ঝুঁকি গ্রহণ করে
iii. ক্রেতাদের অর্থসংস্থান করে
উদ্দীপকের প্রতিষ্ঠানটি যেভাবে ভোক্তাদের "সহায়তা করে তা মধ্যস্থকারবারির কোন ধরনের কাজ?