Sony এবং Ericsson কোম্পানিদ্বয় একসঙ্গে সংগঠন গঠন করলে তা কী হবে?
মিসেস নওরিন নিজস্ব বাসার নিচ তলায় একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন। উক্ত বিউটি পার্লারটিতে মহিলাদের চুল কাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফেসিয়ালের ব্যবস্থা রয়েছে।
১০জন মহিলাকে কাজে লাগিয়ে তিনি দক্ষতার সাথে পার্লারটি পরিচালনা করেন। মিসেস নওরিনের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে?
BSTI কত সালে প্রতিষ্ঠিত হয়?
যেসব মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন জনসাধারণের নিকট পৌছে দেওয়া হয় তাকে কী বলে?
কোন পণ্যের বণ্টনপ্রণালি দীর্ঘ হয়?
জনাব রিদওয়ান দিনাজপুর শহর থেকে ১৫ কি.মি দূরে আগানগরে একটি লিচুর জুস তৈরির কারখানা প্রতিষ্ঠা করেন। উন্নতজাতের লিচু প্রক্রিয়াকরণের মাধ্যমে সুস্বাদু জুস তৈরি করায় সারাদেশে এ জুসের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
জনাব রিদওয়ান জুস তৈরির কারখানা স্থাপনের কোন সুবিধাটি গুরুত্বসহকারে বিবেচনা করেছেন?