প্রাকৃতিক পণ্যের অন্তর্গত হলো-
i. তুলা
ii. তেল
iii. গ্যাস
নিচের কোনটি সঠিক?
যেসব পণ্য পুনরায় প্রক্রিয়াকরণ করা হয় তাকে কী বলে?
যেসব পণ্য প্রক্রিয়াকরণ ব্যতীত কিংবা সামান্য প্রকিয়াকরণ করে চূড়ান্ত পণ্যে অন্তর্ভুক্ত করা হয় তাকে কী বলে?
মূলধনের পারিতোষিককে কী বলে?
উৎপাদনের গতিশীল উপাদান কোনটি?
মূলধনের খরচ হলো-
ভূমির বৈশিষ্ট্য হলো-
i. মানবিক উপাদান
ii. আদিম ও অক্ষয়
iii. প্রকৃতির দান
কোনো শ্রমিক এক শিল্প থেকে অন্য শিল্পে সমপদে নিয়োজিত হলে তা কোন শ্রম গতিশীলতা?
ভৌগোলিক শ্রম গতিশীলতা হচ্ছে-
i. দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে শ্রমিকের কাজ নেওয়া
ii. এক দেশ থেকে অন্য দেশে গিয়ে শ্রমিকের কাজ নেওয়া
iii. একই শহরে কোনো শ্রমিকের এক শিল্প ত্যাগ করে অন্য শিল্পে কাজ নেওয়া
নিচের কোনটি ভূমির বৈশিষ্ট্য?
মূলধন গঠনের আর্থিক স্তর হলো-
i. সঞ্চয় সৃষ্টি
ii. সঞ্চয় সংগ্রহ ও ঋণ প্রদান,
iii. সঞ্চয়কে মূলধনী দ্রব্যে রূপান্তরিতকরণ
দিনাজপুরের জলবায়ু ও মাটি লিচু চাষের অত্যন্ত উপযোগী হওয়ায় এ এলাকায় উন্নতজাতের লিচুর প্রচুর ফলন হয়। একারণে জনাব ইভান এ অঞ্চলের লিচু সারা দেশে সরবরাহ করে মুনাফা অর্জন করে। জনাব ইভানের ব্যবসায়িক সফলতায় উৎপাদনের কোন উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে?
নিচের কোন সংগঠনটি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী?
সকল মানবীয় ও অমানবীয় সম্পদ একত্রিত করা হয় কিসের মাধ্যমে?
শ্রম সংরক্ষণ করা যায় না, কারণ-
একজন জেলে সংগঠনভুক্ত হতে চায়। তার জন্য উপযুক্ত কোনটি?
শ্রম বিভাগের ফলে-
i. শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়
ii. কাজকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়
iii. উৎপাদনশীলতা বৃদ্ধি পায়
কাঁচামাল উৎপাদনের কোন ধরনের উপাদান?
উৎপাদনের ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে হলে কোনটির সহায়তা নেওয়া জরুরি?
ব্যবসায়ে নিয়োজিত অর্থ কী?