ব্যবসায় সেবার অন্তর্গত হলো-
i. পরিষ্কার-পরিচ্ছন্ন সেবা
ii. ব্যবস্থাপনা পরামর্শ
iii. আইনগত পরামর্শ
নিচের কোনটি সঠিক?
ভোগ্যপণ্য এবং শিল্পপণ্য উভয় হতে পারে-
i. শাকসবজি
ii. তুলা
iii. ময়দা
ভোগ্যপণ্যের ক্রেতারা সারাদেশে কীরূপ অবস্থায় থাকে?
যেখানে মানুষের বসবাস বেশি সেখানে কী গড়ে উঠে?
সকল মানুষই কোন পণ্যের ক্রেতা?
ভোগ্যপণ্য বণ্টনে অনুসরণ করা হয়-
i. প্রত্যক্ষ বণ্টনপ্রণালি
ii. পরোক্ষ বণ্টনপ্রণালি
iii. দীর্ঘ বণ্টনপ্রণালি
ভোগ্যপণ্য বিপণনে বিবেচনা করা হয়-
i. পরিবর্তিত চাহিদা
ii. পর্যাপ্ত সরবরাহ
iii. ব্র্যান্ড ও মোড়কীকরণ
ভোগ্যপণ্যের তুলনায় শিল্পপণ্যের ক্রেতার সংখ্যা কীরূপ?
শিল্পপণ্যের বাজারের আয়তন কীরূপ হয়?
অধিকাংশ শিল্পপণ্য ক্রয়ের ধরন কেমন হয়?
শিল্পপণ্যের চাহিদা কীরূপ হয়?
শিল্পপণ্য বিপণনে বিবেচনা করা হয়-
i. ফ্যাশনের প্রভাব
ii. নির্ভরশীল চাহিদা
iii. বিক্রয়োত্তর সেবা
একটি পণ্য বাজারে প্রবেশ করার পর থেকে সম্পূর্ণ নিঃশেষ হওয়া পর্যন্ত যেসব স্তর অতিক্রম করে তাকে কী বলে?
PLC-এর পূর্ণরূপ কী?
একটি পণ্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কতটি স্তর অতিক্রম করে?
পণ্যের জীবনচক্রের স্তর হলো-
i. পণ্য উন্নয়ন স্তর
ii. পণ্য বিশ্লেষণ স্তর
iii. পণ্য প্রবৃদ্ধি স্তর
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কোনটি?
পণ্যের জীবনচক্রের বৈশিষ্ট্য হলো-
i. পণ্যের পুরো জীবনের ইতিহাস
ii. বাজারে প্রবেশের মাধ্যমে পণ্যের জীবনকাল শুরু হয়
iii. প্রতিটি স্তরে ভিন্ন ভিন্ন বিপণন কৌশল প্রণয়ন
ভোগ বা বাজার থেকে তুলে নেওয়ার মাধ্যমে পণ্যের জীবনের কী ঘটে?
পণ্যের কোন স্তরে পণ্য বিক্রয় হয় না?