পণ্যের জীবনচক্রের সূচনা স্তরে পণ্যটি-
i. প্রথমবার বাজারে ছাড়া হয়
ii. এটি জীবনচক্রের প্রথম স্তর
iii. এ স্তরে পণ্যটি পরিচিতি লাভ করে
নিচের কোনটি সঠিক?
পণ্যের জীবনচক্রের কোন স্তরে বিক্রয় সবচেয়ে বেশি?
পণ্যের জীবনচক্রের যে স্তরে বিক্রয় এবং মুনাফা দ্রুতগতিতে বৃদ্ধি পায় তাকে কী বলে?
পণ্যের জীবনচক্রের কোন স্করে প্রতিযোগী কোম্পানির উদ্ভব ঘটে?
পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে পণ্যটির-
i. বিক্রয়ের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকে
ii. প্রতিযোগী কোম্পানির উদ্ভব ঘটে
iii. মুনাফা বৃদ্ধি পেতে থাকে
পণ্যের জীবনচক্রের যে স্তরে বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে এবং এক পর্যায়ে বিক্রয় ও মুনাফা উভয় কমতে থাকে তাকে কী বলে?
পণ্যের জীবনচক্রের কোন স্করে ব্যাপক প্রতিযোগিতা মোকাবিলা করতে হয়?
সুনাম কোন ধরনের সম্পদ?
পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে পণ্যটি-
i. বাজারে দীর্ঘদিন টিকে থাকতে পারে
ii. ক্রেতারা ধীরে ধীরে ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে
iii. নতুন বাজারে প্রবেশের চেষ্টা করে
পল্যর জীবনচক্রের যে স্তরে বিক্রয় এবং মুনাফা উভয়ই দ্রুতগতিতে হ্রাস পায় তাকে কী বলে?
জালাল প্রতিদিন রিকশা চালানোর অর্থ থেকে অল্প অল্প সঞ্চয় করে একটি রিকশা ক্রয় করেন। এক্ষেত্রে জালালের সৃষ্ট সঞ্চয় রিকশা ক্রয় করতে ব্যবহার করাকে কী বলা হয়?
কোন অবস্থায় সঞ্চয়ের সৃষ্টি হয়?
উৎপাদনের উপাদানগুলো একত্রিকরণ করে সমন্বয় করার কাজটি কে করেন?
সংগঠন যতই ছোট বা বড় হোক এর কী থাকতে হবে?
ভূমি, শ্রম এবং মূলধনকে সমন্বয় করার কাজটি কে করেন?
উৎপাদনের উপকরণের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে কোনটি?
১৯৩২ সালের আইন অনুযায়ী গঠিত কোন ব্যবসায়টি?
লিজা এবং তার বন্ধুরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে শেয়ার ক্রয়ের মাধ্যমে স্বেচ্ছায় যৌথভাবে একটি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে। তাদের বিনিয়োগকৃত ব্যবসায়টি কোন ধরনের সংগঠন?
কোন ধরনের সংগঠনের সদস্য সংখ্যা ২ জন হতে ৫০ জন পর্যন্ত সীমাবদ্ধ।
একই পেশার সমশ্রেণিভুক্ত মানুষদের নিয়ে কোনটি গঠন করা হয়?