বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখা কোন ব্যবসায়ের মূল উদ্দেশ্য?
ট্রাস্ট, কার্টেল, হোল্ডিং কোম্পানি ইত্যাদি কোন ধরনের সংগঠন?
করিম জুট মিলস সরকার কর্তৃক স্থাপিত একটি পাটের ফ্যাক্টরি যেখান থেকে সারাদেশে পাটজাত পণ্য সরবরাহ করা হয়। যা গত ৩ বছর ধরে আশুলিয়া এলাকায় গড়ে উঠেছে। এটি মূলত কোন ধরনের সংগঠন?
উৎপাদনের উপকরণগুলো হলো-
i. বিপণন
ii. ভূমি
iii. সংগঠন
নিচের কোনটি সঠিক?
ভূমি বলতে বোঝায়-
i. পৃথিবীর উপরিভাগ
ii. প্রাকৃতিক সকল সম্পদ
iii. নদনদী ও সাগর
শ্রমের অন্তর্ভুক্ত হলো-
i. মানসিক পরিশ্রম-
ii. নীতিগত পরিশ্রম
iii. শারীরিক পরিশ্রম
ভূমির বৈশিষ্ট্য হলো-
. ভূমি প্রকৃতি প্রদত্ত
ii. ভূমির যোগান অসীম
iii. ভূমি অবিনশ্বর
সাধারণত ভূমির উর্বরাশক্তি নির্ভর করে
i. জলবায়ুর ওপর
ii. অবস্থানের ওপর
iii. প্রকৃতির ওপর
ভূমির গুরুত্ব অপরিসীম হওয়ার কারণ হলো-
i. ভূমি অর্থনৈতিক উন্নয়নে সহায়ক
ii. ভূমি কাঁচামালের প্রধান যোগানদাতা
iii. ভূমি উৎপাদনের অনাবশ্যক উপাদান
ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায়-
i. মূলধন
iii. শ্রম
শ্রমের যোগান নির্ভর করে-
i: দেশের কর্মক্ষম জনগণের ওপর
ii. দেশের জনগণের মাথাপিছু আয়ের ওপর
iii. দেশের জনগণের কর্মদক্ষতার ওপর
শ্রম হিসেবে বিবেচিত হবে-
i. আনন্দ লাভের উদ্দেশ্যে সাঁতার কাটা
ii. পেশাদার ক্রিকেটারের ক্রিকেট খেলা
iii. বিক্রয়ের উদ্দেশ্যে ফুল সংগ্রহ
আধুনিক পদ্ধতির উদ্ভাবন সম্ভব হয়েছে-
i. সৃজনশীল ভাবনার মাধ্যমে
ii. নতুন ধ্যানধারণার মাধ্যমে
iii. বৈচিত্র্যায়নের মাধ্যমে
একজন শ্রমিকের অভিজ্ঞতার দ্বারা-
i. অন্য শ্রমিকের কাজের দক্ষতা হ্রাস পায়
ii. অন্য শ্রমিকের অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয়
iii. অন্য শ্রমিক তার জ্ঞানের পরিধিকে বাড়াতে পারে
শ্রমবিভাগ করার কারণ হলো-
i. কর্মীদের দক্ষতার বৈচিত্র্যায়ন করা
ii. উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা
iii. শ্রম বিশেষায়ন সৃষ্টি করা
শ্রমবিভাগের মাধ্যমে একজন শ্রমিক-
i. বিভিন্ন ধরনের কাজের সুযোগ পায়
ii. একই ধরনের কাজের সুযোগ পায়
iii. শ্রমিকের নৈপুণ্যতা বৃদ্ধি পায়
উদ্দীপকে উল্লিখিত পণ্যটি কোন ধরনের ভোগ্যপণ্য?
জনাব এনামের সাফল্যের কারণ হলো-
i. ভোক্তাদের চাহিদা পূরণ
ii. পরিবহন ব্যবস্থার উন্নয়ন
iii. বিক্রয়োত্তর সেবা প্রদান