দিনাজপুরের জলবায়ু ও মাটি লিচু চাষের অত্যন্ত উপযোগী হওয়ায় এ এলাকায় উন্নতজাতের লিচুর প্রচুর ফলন হয়। একারণে জনাব ইভান এ অঞ্চলের লিচু সারা দেশে সরবরাহ করে মুনাফা অর্জন করে। জনাব ইভানের ব্যবসায়িক সফলতায় উৎপাদনের কোন উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে?
ক্ষুদ্রায়তনের সেবাদানকারী এন্টারপ্রাইজের শ্রমিকের সংখ্যা কত?
পণ্যের কোন স্তরে পণ্য বিক্রয় হয় না?
ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণে কী প্রাধান্য দেওয়া হয়?
বিক্রয়কর্মীদের সামাজিক গুণ হচ্ছে-
কোনটি পণ্যের স্বত্বগত উপযোগ সৃষ্টি করে?