ভোগ্যপণ্য ব্যবহার করা যায়-
i. পুনঃপ্রক্রিয়াজাত ছাড়া
ii. পুনঃপ্রক্রিয়াজাত করে
iii. প্রক্রিয়াজাত শেষে
নিচের কোনটি সঠিক?
ক্রেতারা যেসব পণ্য বা সেবা তাৎক্ষণিকভাবে কম প্রচেষ্টায় এবং বারবার ক্রয় করে তাকে কী বলে?
সুবিধা পণ্যকে কয় ভাগে ভাগ করা যায়?
বিশিষ্ট পণ্যের উদাহরণ হলো-
i. টুথপেস্ট
ii. মার্সিডিস গাড়ি
iii. মামা হালিম
ক্রেতারা যেসব পণ্য নিয়মিত ক্রয় করে না; বরং পূর্বপরিকল্পনা অনুযায়ী মূল্য, মান, উপযোগিতা ইত্যাদি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে ক্রয় করে তাকে কী বলে?
শপিং পণ্য কত প্রকার?
শপিং পণ্য কোনটি?
ক্রেতারা যেসব পণ্য সম্পর্কে খুব বেশি ধারণা রাখে না তাকে কী বলে?
অযাচিত পণ্য কত প্রকার?
যেসব পণ্য সম্পর্কে ক্রেতারা জানে না বা জানলেও ক্রয় করতে চায় না তাকে কী বলে?
অযাচিত পণ্যের প্রকারভেদ হলো-
i. পুরাতন অযাচিত পণ্য
ii. নতুন অযাচিত পণ্য
iii. নিয়মিত অযাচিত পণ্য
যেসব পণ্য কৃষিক্ষেত্রে উৎপাদিত হয়ে ভোক্তাদের প্রয়োজন ও অভাব মিটায় তাকে কী বলে?
ক্রেতারা যেসব কৃষিপণ্য প্রক্রিয়াকরণ ব্যতীত ক্রয় করে ভোগ বা ব্যবহার করে তাকে কী বলে?
ক্রেতারা যেসব কৃষিপণ্য শিল্পকারখানায় প্রক্রিয়াকরণের পর ক্রয় করে তাকে কী বলে?
নিচের কোনটি কৃষিজাত শিল্পপণ্যের উদাহরণ?
যেসব পণ্য উৎপাদন বা পুনঃপ্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয় তাকে কী বলে?
শিল্পপণ্যের অন্তর্গত হলো-
i. সুতা ও কাগজ
ii. কাঁচামাল
iii. পেন্সিল
শিল্পপণ্য কত প্রকার?
লোভনীয় পণ্যের বৈশিষ্ট্য কোনটি?
যেসব পণ্য সম্পূর্ণভাবে উৎপাদিত পণ্যে প্রবেশ করানো হয় তাকে কী বলে?