কোনো অফিসে ১০ জন কর্মচারী পেটের পীড়ায় আক্রান্ত হলো। এক্ষেত্রে কার্যকারণ নির্ণয়ের জন্য কোন পদ্ধতি গ্রহণ করতে হবে?
সহপরিবর্তন পদ্ধতি কোন কোন পদ্ধতির বিশেষ রূপান্তরিত অবস্থা?
পরীক্ষণমূলক পদ্ধতির প্রবক্তা কে?
অন্বয় শব্দের অর্থ কী?
প্রয়োগক্ষেত্রের ব্যাপকতা, সহজ-সরল ও প্রকল্প প্রণয়নে সহায়তা কোন পদ্ধতির সুবিধা?
কার্যকারণ নিয়ম অনুসারে কারণ হচ্ছে কার্যের-
i. অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা
ii. অব্যবহিত পূর্ববর্তী ঘটনা
iii. শর্তহীন পূর্ববর্তী ঘটনা
নিচের কোনটি সঠিক?
ব্যতিরেকী শব্দের অর্থ কী?
একটি হোস্টেলে ১৫ জন ছাত্র ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হলো। এ ক্ষেত্রে কার্যকারণ নির্ণয়ের জন্য কোন পদ্ধতি গ্রহণ করতে হবে?
"কার্যকে বাদ দিয়ে যদি কারণের কোনো অঙ্গহানি না ঘটে তাহলে তা কারণ বা কারণের অংশ নয়"- এটি কোন পদ্ধতির অপনয়নের সূত্র?
পরীক্ষণনির্ভর পদ্ধতি কোনটি ?
যুক্তিবিদ মিল কয় প্রকারের পরীক্ষণ পদ্ধতির কথা বলেছেন?
প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে-
i. বিজ্ঞানে
ii. আরোহে
iii. অবরোহে
কার্য ও কারণ সম্পর্ক নির্ণয়ের নিশ্চিত পদ্ধতি কোনটি?
দুটি দৃষ্টান্ত প্রয়োজন হয় কোন পদ্ধতিতে?
'অন্বয়' শব্দের অর্থ কী?
কৃত্রিম শ্রেণিকরণ হলো-
i. ব্যক্তিনিরপেক্ষ ও বস্তুসাপেক্ষ
ii. বস্তুনিরপেক্ষ
iii. ব্যক্তিসাপেক্ষ
যুক্তিবিদ্যায় কোন মাধ্যমে জাগতিক জটিল ও বৈচিত্র্যপূর্ণ বিষয়াবলিকে সহজেই জানার আওতায় আনা সম্ভব হয়েছে?
যুক্তিবিদ্যায় সহজে কোনো বিষয়াবলিকে বোঝার জন্য যে পদ্ধতির উদ্ভব হয়েছে তাকে কী বলে?
শ্রেণিকরণ কী প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়?
শ্রেণিকরণ কী?