টুম্পার ফুল শনাক্তকরণের পদ্ধতিটি বৈশিষ্ট্য হলো, এটি-
i. নিরীক্ষণ ও পরীক্ষণ উভয়ের মাধ্যমেই পাওয়া যায়
ii. প্রকল্পের সত্যতাকে প্রমাণ করতে ও অন্যান্য প্রকল্পের সত্যতাকে অপ্রমাণে সহায়তা করে
iii. প্রকৃতিতে অবস্থান করছে অথচ তাদেরকে আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে ধরা যায় না
নিচের কোনটি সঠিক?
পরিশেষ পদ্ধতি মূলত-
i. আরোহ পদ্ধতি
ii. অবরোহ পদ্ধতি
iii. নিরীক্ষণ পদ্ধতি
অন্বয়ী পদ্ধতিতে-
i. কার্য থেকে কারণে যাওয়া যায়
ii. কারণ থেকে কার্যে যাওয়া যায়
iii. কার্যকারণ নির্ণয় সম্ভব নয়
কার্যকারণ নীতি অনুসারে-
i. প্রতিটি ঘটনার একটি কারণ আছে
ii. কারণ ও কার্যের সম্পর্ক অনিবার্য
iii. কারণ ছাড়া কোনো ঘটনাই ঘটে না
একজন রোগী নতুন স্থানে যাওয়ার পরপরই তার রোগ সেরে গেল। সুতরাং নতুন স্থানের আবহাওয়াই তার মুক্তির কারণ। এ যুক্তিটির যৌক্তিকতা নিরূপণে বলা যায়-
i. এ যুক্তিটি ব্যতিরেকী পদ্ধতি প্রাপ্ত প্রয়োগের উপর প্রতিষ্ঠিত
ii. আরোগ্য লাভের জন্য ঔষধ, পথ্য, সেবা ইত্যাদির কথা না বলে একটি মাত্র শর্তকে সমগ্র কারণ বিবেচনা করা হয়েছে
iii. শুধু স্থান পরিবর্তন রোগীকে আরোগ্য করতে পারে না