যুক্তিবিদ্যায় সহজে কোনো বিষয়াবলিকে বোঝার জন্য যে পদ্ধতির উদ্ভব হয়েছে তাকে কী বলে?
তৃতীয় সংস্থানের AE মূর্তির প্রকৃতি হলো-
i. অবৈধ মূর্তি
ii. সিদ্ধান্ত নঞর্থক কিন্তু আশ্রয়বাক্যে তা অব্যাপ্য
iii. বৈধ মূর্তি
নিচের কোনটি সঠিক?
শ্যামল তার বই, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি টেবিলে সাজিয়ে রাখে। এটি কোন ধরনের শ্রেণিকরণ?
যৌক্তিক বিভাগে একই সময়ে একটি মাত্র মূলসূত্র গ্রহণ না করলে কোন বিভাগ অনুপপত্তি ঘটে?
'অর্থহীন চিহ্নমাত্র'- কথাটির তাৎপর্য কী?
আরোহ অনুমানের পঞ্চম স্তর কোনটি?