অপনয়নের সূত্রগুলো সম্পর্কে তোমার মূল্যায়ন হবে-
i. কারণের সংজ্ঞা থেকেই অপনয়নের সূত্রগুলো এসেছে
ii. কোনো ঘটনার একাধিক কারণ থেকে কোনোটি বাদ দেওয়া যায় না
iii. অপনয়নের সূত্রগুলো কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার পদ্ধতিগুলোর ভিত্তি হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
অন্বয়ী পদ্ধতির মূল্যায়নে যা বলা যায়-
i. এ পদ্ধতি প্রয়োগ করে দুটি ঘটনার মধ্যকার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা সম্ভম্ব
ii. নিরীক্ষণ ও পরীক্ষণ হলো এ পদ্ধতির মূল লক্ষ্য
iii. অন্বয়ী পদ্ধতির অর্থ মিলের পদ্ধতি
ম্যালেরিয়া জ্বরের কারণ তুমি যেভাবে নির্ণয় করবে-
i. আক্রান্ত ব্যক্তিদের বয়স, পেশা, বাসস্থান, খাদ্যাভ্যাস ভিন্ন থাকতে পারে
ii. পারিপার্শ্বিক অবস্থা একই রকম থাকবে
iii. পূর্ববর্তী ঘটনা হিসেবে সবার ক্ষেত্রেই স্ত্রী জাতীয় অ্যানোফিলিস মশার কামড় পরিলক্ষিত হবে
তুমি অন্বয়ী পদ্ধতির যে সুবিধা লক্ষ করেছ-
i. এ পদ্ধতির প্রয়োগ সহজবোধ্য
ii. এর প্রয়োগ ক্ষেত্র অনেক ব্যাপক
iii. এ পদ্ধতি অন্যান্য পদ্ধতির সহায়ক
অন্বয়ী পদ্ধতির অসুবিধাগুলো তুমি যেভাবে মূল্যায়ন করবে-
i. এ পদ্ধতিটি বহুকারণবাদ দ্বারা নাকচ হয়ে যায়
ii. এটি একটি নিরীক্ষণ পদ্ধতি, আর নিরীক্ষণের সাহায্যে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সম্ভম্ব হয় না
iii. অন্বয়ী পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্ক থেকে সহঅবস্থান সম্পর্ক পৃথক করা যায় না
ব্যতিরেকী পদ্ধতির বৈশিষ্ট্য হিসেবে যথার্থ বিষয় হলো-
i. এ পদ্ধতির ব্যাখ্যায় সর্বদা দুটি দৃষ্টান্তের প্রয়োজন
ii. এটি মূলত একটি অভিজ্ঞতামূলক পদ্ধতি
iii. প্রয়োজনীয় দৃষ্টান্ত দুটির মধ্যে একটি বিষয়ে অমিল থাকলেও অবশিষ্ট সব বিষয় একই রকম থাকে
ব্যতিরেকী পদ্ধতির সুবিধার ক্ষেত্রে যেটি যৌক্তিক-
i. এ পদ্ধতির সাহায্যে আবিষ্কারের সাথে সাথে প্রমাণও করা হয়
ii. পদ্ধতিটিতে সদর্থক ও নঞর্থক দুটি মাত্র দৃষ্টান্তের প্রয়োজন হয় বলে এতে কোনো জটিলতার সৃষ্টি হয় না
iii. অন্বয়ী পদ্ধতিতে যা আভাস পাওয়া যায় ব্যতিরেকী পদ্ধতি ব্যবহার করে সেটিকে প্রমাণ করা যায়
ব্যতিরেকী পদ্ধতির অসুবিধা মূল্যায়ন কর-
i. নিরীক্ষণের সাহায্যে এ পদ্ধতি প্রয়োগ করতে গিয়ে আমরা ভুল করি
ii. এ পদ্ধতির দ্বারা সরাসরি কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না
iii. এ পদ্ধতি বহু কারণ সম্ভাবনা থেকে সম্পূর্ণ মুক্ত নয়
কার্যকারণ কোন ধরনের শব্দ?
কোন পদ্ধতিতে সরাসরি কার্য থেকে কারণ নির্ণয় করা যায়?
'অপনয়ন' বলতে যা বোঝায় তা হলো-
i. অপসারণ
ii. বর্জন
iii. নির্বাচন
সহপরিবর্তন পদ্ধতির রূপ কয়টি?
অন্যান্য সব অবস্থা অপরিবর্তিত থাকলে- "প্যারাসিটামল খেলে জ্বর সারে।"- এটি যে পদ্ধতির সাহায্যে প্রাপ্ত সিদ্ধান্ত তা হলো-
"সব বিষয়ে মিল এবং শুধু একটি বিষয়ে অমিল"- যে পদ্ধতির মূল বিবেচ্য বিষয় তা হলো-
i. অন্বয়ী পদ্ধতির
ii. ব্যতিরেকী পদ্ধতির
iii. যৌথ অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতির
অপনয়ন সূত্র কে আবিষ্কার করেন?
অন্বয় শব্দের অর্থ কী?
পরীক্ষণমূলক পদ্ধতি কয়টি?
পার্থক্যের পদ্ধতি কোনটি?
কারণের গুণগত বৈশিষ্ট্য কী?
প্রাকৃতিক ঘটনাবলির মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করাকে বলে-