কোনো ঘটনার ব্যাখ্যায় গৃহীত প্রকল্পটি কেমন হতে হবে?
ভূমিকম্পের কারণ হিসেবে পৃথিবীর অভ্যন্তরীণ গোলযোগকে দায়ী করা হলে কেমন হবে?
একটি শিশু হারিয়ে গেলে যদি ধারণা করা হয়, তাকে ভূতে নিয়ে গেছে, তাহলে এ ধারণাকে তুমি কী বলে মূল্যায়ন করবে?
অসম্পূর্ণ প্রকল্পের স্বরূপ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়?
প্রকল্প প্রমাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কোনটিকে বলা যাবে?
নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত বিশেষ দৃষ্টান্তকে কী বলা হয়?
জ্যোতির্বিদ টমাস হ্যালি আবিষ্কৃত একটি ধুমকেতু সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন। এটি প্রকল্প প্রমাণের কী?
প্রকল্পের গুরুত্বকে অস্বীকার করেছেন-
i. যুক্তিবিদ ফ্রান্সিস বেকন
ii. বিজ্ঞানী আইজ্যাক নিউটন
iii. যুক্তিবিদ মিল
নিচের কোনটি সঠিক?
প্রকল্পের ভূমিকা সম্পর্কে বেকন ও নিউটনের বক্তব্য-
i . যুক্তিসংগত নয়
ii. অবৈধ প্রকল্পের ক্ষেত্রে প্রযোজ্য
iii. সব ক্ষেত্রেই প্রযোজ্য
প্রকল্পের গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না, কারণ-
i. প্রকল্প হচ্ছে প্রাথমিক পদক্ষেপ
ii. প্রকল্প প্রমাণিত পদক্ষেপ
iii. প্রকল্প অনিবার্য পদক্ষেপ
যেসব ক্ষেত্রে প্রকল্পের উপযোগিতা পরিলক্ষিত হয়-
i. আরোহ অনুমান
ii. বৈজ্ঞানিক অনুসন্ধান
iii. প্রাত্যহিক জীবন
প্রকল্প ও আরোহ সম্পর্কে বলা যায়-
i. এরা ঘনিষ্ঠভাবে সম্বন্ধযুক্ত
ii. দুটির মধ্যে পার্থক্য মাত্রাগত
iii প্রকল্প প্রমাণসাপেক্ষ আর আরোহ প্রমাণিত
ঘটনাবলির কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে হলে-
i. এক বা একাধিক প্রকল্প গঠন করতে হয়
ii. পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে হয়
iii. সবচেয়ে বেশি সম্ভাব্য প্রকল্পটি গ্রহণ করতে হয়
প্রকল্প গঠনের উদ্দেশ্য সাধনে-
i. চারটি স্তর অতিক্রম করতে হয়
ii. এর প্রথম স্তরে গঠিত হয় আনুমানিক ধারণা
iii. এর চতুর্থ স্তর হচ্ছে পরীক্ষামূলক সমর্থন
বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত স্থাপনের পূর্বে সংশ্লিষ্ট দুটি ঘটনার মধ্যে কী করা খুবই জরুরি?
কোনো অজানা কার্যের কারণ অথবা কোনো জানা কারণের কার্য খুঁজে বের করাকে কী বলা হয়?
কার্যকারণ নিয়মের সাথে পরীক্ষণমূলক পদ্ধতির যোগসূত্রের কয়টি দিক লক্ষ করা যায়?
পরিমাণের দিক থেকে কার্য ও কারণ কেমন?
পরীক্ষণমূলক পদ্ধতিগুলো কোন নিয়মের উপর নির্ভরশীল?
'অপনয়ন' শব্দের অর্থ কী?