কোনো অজানা কার্যের কারণ অথবা কোনো জানা কারণের কার্য খুঁজে বের করাকে কী বলা হয়?
কীভাবে একটি ঘটনা সুনির্দিষ্টভাবে কোনো কারণের জন্য যে ঘটেছে তা নির্দেশ করা সম্ভব হয়?
পলাশের প্রদত্ত বক্তব্যের মাধ্যমে যে বিষয়টি ফুটে উঠেছে-
i. সাদৃশ্য
ii. বৈসাদৃশ্য
iii. কার্যকারণ
নিচের কোনটি সঠিক?
নিমি কোনো পদের সংজ্ঞায়ের সময় ঐ পদের উপলক্ষণকে উল্লেখ করে। ফলে কোন অনুপপত্তির সৃষ্টি হয়?
অবরোহ অনুমান দ্বারা প্রকল্প সমর্থিত হওয়ার যৌক্তিকতা হলো-
i. অনেক প্রকল্পকে সরাসরি পরীক্ষা করা যায় না
ii. অবরোহ পদ্ধতি প্রয়োগে প্রকল্পটিকে তার চেয়ে ব্যাপক কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত করে প্রমাণ করা যায়
iii. এ জাতীয় প্রকল্প অবরোহ অনুমান দ্বারা পরোক্ষভাবে সমর্থিত হওয়ার মাধ্যমে প্রমাণিত হয়ে থাকে
যুক্তিবিদ্যার উপযোগিতা হলো-
i. বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি পার্থক্য করতে সাহায্য করে
ii. শুদ্ধভাবে চিন্তা করতে সাহায্য করে
iii. অন্ধ বিশ্বাস ও ভ্রান্ত ধারণা পরিহার করতে সাহায্য করে