পরীক্ষামূলক সমর্থনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে যৌক্তিক হচ্ছে-
i. এটি প্রকল্পের সর্বশেষ স্তর
ii. এ স্তরটিকে প্রয়োগের সতরও বলা যায়
iii. এ 'স্তরে গৃহীত সিদ্ধান্তটি বাস্তব অবস্থার সাথে সংগতিপূর্ণ কি-না তা পরীক্ষা করে দেখা হয়
নিচের কোনটি সঠিক?
পরীক্ষামূলক সমর্থনের মূল্যায়নে বলা যায়-
i. এটি প্রকল্প প্রমাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া
ii. কোনো প্রকল্পের সত্যতা প্রমাণের এটি কার্যকর পদক্ষেপ
iii. প্রকল্পটি বাস্তব ঘটনা দ্বারা সমর্থিত হলে তা প্রমাণিত হয়
অবরোহ অনুমান দ্বারা প্রকল্প সমর্থিত হওয়ার যৌক্তিকতা হলো-
i. অনেক প্রকল্পকে সরাসরি পরীক্ষা করা যায় না
ii. অবরোহ পদ্ধতি প্রয়োগে প্রকল্পটিকে তার চেয়ে ব্যাপক কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত করে প্রমাণ করা যায়
iii. এ জাতীয় প্রকল্প অবরোহ অনুমান দ্বারা পরোক্ষভাবে সমর্থিত হওয়ার মাধ্যমে প্রমাণিত হয়ে থাকে
ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা হলো-
i. প্রকল্পের একটি বাড়তি গুণ
ii. প্রকল্প প্রমাণে এর কোনো গুরুত্ব নেই
iii. প্রকল্প প্রমাণিত হওয়ার ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে
'Hypothesis' অর্থ কী?
কাজ চালানো প্রকল্প কী?
প্রকল্প হবে-
i. যাচাইযোগ্য
ii. বাস্তব ঘটনাভিত্তিক
iii. সামঞ্জস্যপূর্ণ
প্রকল্পের স্তর কয়টি?
যাচাইকরণ কত প্রকার?
প্রকল্পের শেষ স্তর কোনটি?
প্রকল্পের পরীক্ষামূলক সমর্থন সম্পর্কে বলা যায়, এটি প্রকল্পের তত্ত্বে-
i. উন্নীত হওয়ার ক্ষেত্রে তৃতীয় স্তর
ii. প্রকল্পের তত্ত্বে উন্নীত হওয়ার ক্ষেত্রে সর্বশেষ স্তর
iii. উন্নীত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর
কোনো প্রকল্প সরাসরি সমর্থিত হলে তাকে-
i. প্রত্যক্ষ সমর্থন বলা হয়
ii. পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করা যায়
iii. নিরীক্ষণের মাধ্যমে প্রমাণ করা যায়
প্রকল্প বৈধ বা সুসংগত হওয়ার জন্য প্রয়োজন-
i. বাস্তব কারণ থাকা
ii. প্রতিবেদক অনুকল্প হওয়া
iii. ইন্দ্রিয়গ্রাহ্য ও অভিজ্ঞতাপ্রসূত হওয়া
ইথারের অস্তিত্ব সম্পর্কে গৃহীত প্রকল্পকে বলা হয়-
i. প্রতিবেদক অনুকল্প
ii. বর্ণনাকারী অনুকল্প
iii. প্রতিনিধিত্বকারী কল্পনা
মাধ্যাকর্ষণ শক্তির কারণে-
i. ভূপৃষ্ঠে জড়বস্তুর পতন হয়
ii. জোয়ার-ভাটা সাধিত হয়
iii. গ্রহ-নক্ষত্রের গতি নিয়ন্ত্রিত হয়
সালমা বলেন, একটি বিদ্যার অন্যতম লক্ষ্য হচ্ছে সার্বিক নিয়ম বা সাধারণ সূত্র প্রতিষ্ঠা করা। সালমা কোন বিদ্যার কথা বলেছেন?
i. যুক্তিবিদ্যা
ii. যাদুবিদ্যা
iii. যে বিদ্যা ঘটনার কারণের অনুসন্ধান করে
জয়নুল প্রকল্পের উৎস হিসেবে 'ক' ও 'খ' উপায়ের কথা বলেছেন। 'ক' ও 'খ' কোনটিকে নির্দেশ করে?
i. সরল গণনামূলক আরোহ
ii. সরল আবর্তন
iii. সিদ্ধান্ত স্থাপন
মানুষ ও উদ্ভিদের মধ্যে তিনটি বিষয়ের মিল আছে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, মানুষের মতো উদ্ভিদের ও প্রাণ আছে। বিষয় তিনটি কী হতে পারে?
i. জন্ম ও মৃত্যু
ii. জন্ম ও বৃদ্ধি
iii. জন্ম ও চলন
যুক্তিবিদ্যার শিক্ষক সুলায়মান স্যার বিজ্ঞানসম্মত কল্পনার কথা বলেছেন। তিনি কী বলে থাকতে পারেন?
i. ভূপৃষ্ঠের আকর্ষণই ভারী বস্তু নিচে পড়ার কারণ
ii. নিউটন এর নাম দিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তি
iii. এই প্রকল্পটি পরবর্তীতে নিয়মের পর্যায়ে উন্নীত হয়েছে
'সূর্য কেন্দ্র এবং পৃথিবী সূর্যকে আবর্তন করে।'- এ বক্তব্য সম্পর্কে বলা যায়-
i. এটি বিজ্ঞানী কোপার্নিকাসের আবিষ্কার
ii. সৌরজগতের গ্রহ উপগ্রহ কোন নিয়মে পরিচালিত হচ্ছে কোপার্নিকাসের তা জানা ছিল না
iii. এ তত্ত্বটি আবিষ্কৃত হয়েছে বস্তুবিন্যাস সংক্রান্ত প্রকল্পের মাধ্যমে