ইথারের অস্তিত্ব সম্পর্কে গৃহীত প্রকল্পকে বলা হয়-
i. প্রতিবেদক অনুকল্প
ii. বর্ণনাকারী অনুকল্প
iii. প্রতিনিধিত্বকারী কল্পনা
নিচের কোনটি সঠিক?
মাধ্যাকর্ষণ শক্তির কারণে-
i. ভূপৃষ্ঠে জড়বস্তুর পতন হয়
ii. জোয়ার-ভাটা সাধিত হয়
iii. গ্রহ-নক্ষত্রের গতি নিয়ন্ত্রিত হয়
সালমা বলেন, একটি বিদ্যার অন্যতম লক্ষ্য হচ্ছে সার্বিক নিয়ম বা সাধারণ সূত্র প্রতিষ্ঠা করা। সালমা কোন বিদ্যার কথা বলেছেন?
i. যুক্তিবিদ্যা
ii. যাদুবিদ্যা
iii. যে বিদ্যা ঘটনার কারণের অনুসন্ধান করে
জয়নুল প্রকল্পের উৎস হিসেবে 'ক' ও 'খ' উপায়ের কথা বলেছেন। 'ক' ও 'খ' কোনটিকে নির্দেশ করে?
i. সরল গণনামূলক আরোহ
ii. সরল আবর্তন
iii. সিদ্ধান্ত স্থাপন
মানুষ ও উদ্ভিদের মধ্যে তিনটি বিষয়ের মিল আছে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, মানুষের মতো উদ্ভিদের ও প্রাণ আছে। বিষয় তিনটি কী হতে পারে?
i. জন্ম ও মৃত্যু
ii. জন্ম ও বৃদ্ধি
iii. জন্ম ও চলন
যুক্তিবিদ্যার শিক্ষক সুলায়মান স্যার বিজ্ঞানসম্মত কল্পনার কথা বলেছেন। তিনি কী বলে থাকতে পারেন?
i. ভূপৃষ্ঠের আকর্ষণই ভারী বস্তু নিচে পড়ার কারণ
ii. নিউটন এর নাম দিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তি
iii. এই প্রকল্পটি পরবর্তীতে নিয়মের পর্যায়ে উন্নীত হয়েছে
'ক' নামক যুক্তিবিদ প্রকল্পকে দুই শ্রেণিতে বিন্যস্ত করেছেন। তবে এ শ্রেণিবিন্যাসটি যথার্থ নয়। এ সম্পর্কে বলা যায়-
i. 'ক' যুক্তিবিদ হলেন ওয়েলটন
ii. আলোচিত শ্রেণি দুটি হলো- কারণসংক্রান্ত ও নিয়মসংক্রান্ত
iii. কর্তাসংক্রান্ত ও বস্তুবিন্যাস সংক্রান্ত প্রকল্প দুটিকে একত্র করা হয়েছে
বৈধ প্রকল্পের একটি শর্ত চারটি বিষয়ের সাথে জড়িত। বিষয়গুলোর ক্ষেত্রে প্রয়োজ্য-
i. প্রকল্প হবে সুনির্দিষ্ট, স্পষ্ট, যৌক্তিক ও স্ববিরোধ মুক্ত
ii. প্রকল্প আজগুবি হবে না
iii. প্রকল্প হতে হবে প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ
'ঠান্ডা পানি পান করলে টনসিলের ব্যথা কমে যায়।'-এ প্রকল্পটির ক্ষেত্রে যেটি সঠিক-
i. ধারণাটি স্ববিরোধী
ii. এ ধরনের প্রকল্প ঘটনার যথার্থ ব্যাখ্যা দিতে পারে না
iii. প্রকল্পটি বৈধ বলে গণ্য হবে না
'প্রকল্পকে অবশ্যই যাচাইযোগ্য হতে হবে'- এর ব্যাখ্যায় বলা যায়-
i. প্রকল্পটি প্রমাণ বা অপ্রমাণের যোগ্য হতে হবে
ii. প্রকল্পটি সত্যতা বা মিথ্যাত্ব যাচাইযোগ্য হতে হবে
iii. প্রকল্পকে ঘটনার ব্যাখ্যায় পর্যাপ্ত হবে হবে
সানজিদা প্রকল্প প্রমাণের সবচেয়ে গুরুত্বপর্ণ প্রক্রিয়া নিয়ে কথা বলেছিল। এ প্রক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য-
i. গৃহীত প্রকল্পটি বাস্তব ঘটনা দ্বারা সমর্থিত হবে
ii. বাস্তব ঘটনা দ্বারা সমর্থিত না হলেও বাতিল হবে না
iii. সমর্থিত হওয়ার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ দুভাবে যাচাই করা যায়
তাসলিমা প্রকল্পের অন্যতম প্রমাণ তার অনন্যসাধারণ প্রকৃতির কথা বলছিল। এ সম্পর্কে আরও বলা যায়-
i. প্রকল্পটি তার সমকক্ষ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করবে
ii. প্রকল্পটি সরাসরি পরীক্ষা করা যায় না
iii. প্রকল্পটি বিশেষ কোনো দৃষ্টান্ত স্থাপন করতে হয়
যুক্তিবিদ হিউয়েল একটি প্রমাণের উদ্ভাবক। এ ক্ষেত্রে যে তথ্যটি সমর্থনযোগ্য-
i. এটি আরোহ সমন্বয়
ii. একটি ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রকল্পটি প্রণীত
iii. এ ঘটনা ছাড়া আরও কিছু ঘটনাকে ব্যাখ্যা করতে সক্ষম
নিজাম প্রকল্পের গুরুত্বকে অস্বীকার করে। নিজামের সাথে মিল আছে যে মনীষীর-
i. ফ্রান্সিস বেকন
ii. আইজহ্যাক নিউটন
iii. যুক্তিবিদ হিউয়েল
কাসেম প্রকল্পের গুরুত্ব বিষয়ে হিউয়েলের সমর্থক। কাসেম এ সম্পর্কে যা বলে-
i. একটি বৈধ প্রকল্প এবং একটি আরোহ অনুমান সমপর্যায়ভুক্ত
ii. আরোহ প্রমাণের পদ্ধতি নয়; বরং আবিষ্কারের পদ্ধতি
iii. আবিষ্কার-অনুসন্ধানের ক্ষেত্রে প্রকল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ
মানুষের বৈজ্ঞানিক চিন্তাশক্তিকে প্রকল্পের ক্ষেত্রে কী হিসেবে বিবেচনা করা যায়?
নেপচুন গ্রহের অবস্থান প্রমাণিত হয় কোন প্রকল্পের মাধ্যমে?
কর্তাসংক্রান্ত ও বস্তুবিন্যাস সংক্রান্ত প্রকল্প দুটিকে একত্র করে যুক্তিবিদ ওয়েলটন এর শ্রেণিবিন্যাস কী বলে মূল্যায়ন করা যায়?
ইচ্ছামতো গৃহীত প্রকল্প সত্য হওয়ার সম্ভাবনা কতটুকু বলে তোমার মনে হয়?