পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের জনক কে?
যুক্তিবিদ্যার সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে-
যেসব মনীষী দার্শনিক জর্জ বুল এর ধারণাটিকে অধিকতর ব্যাপকভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন তারা হলেন-
i. রাসেল
ii. হোয়াইটহেড
iii. জে এস মিল
নিচের কোনটি সঠিক?
যুক্তিবিদ্যা-
যুক্তিবিদ্যার জনক হলেন-
যুক্তিবিদ্যাকে 'প্রারম্ভিক বিজ্ঞান' বলে উল্লেখ করেছেন-
যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসাবে উল্লেখ করেছেন-
যুক্তিবিদ্যাকে কলা হিসাবে উল্লেখ করেছেন-
যুক্তিবিদ্যা একইসাথে-
i. আকারগত ও বস্তুগত বিজ্ঞান
ii. বর্ণনামূলক ও আদর্শনিষ্ঠ বিজ্ঞান
iii. তাত্ত্বিক ও ব্যবহারিক বিজ্ঞান
যোসেফের মতে যুক্তিবিদ্যা-
i. আকারগত
ii. বস্তুগত
iii. আকারগত ও বস্তুগত কোনোটিই নয়
যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা-উভয়ই হিসাবে উল্লেখ করেছেন-
i. মিল ও টমসন
ii. মিল ও অ্যালড্রিচ
iii. মিল ও হোয়েটলি
যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ 'Logic'-এর উৎপত্তি কোন শব্দ থেকে?
গ্রিক শব্দ Logos-এর অর্থ কী?
যুক্তি কী?
যুক্তিবিদ আই, এম. কপির মতে যুক্তিবিদ্যা কী?
দার্শনিক এরিস্টটল হলেন-
i. প্রথম শিক্ষক
ii. যুক্তিবিদ্যার জনক
iii. জীববিজ্ঞানের জনক
যুক্তিবিদ্যার ইতিহাসে সাম্প্রতিক ধারণার যুক্তিবিদদের মধ্যে আছেন-
i. জর্জ বুলি
ii. লাইবনিজ
iii. বাট্রান্ড রাসেল
যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কী?
'Organon' (অর্গানন) গ্রন্থটি কে লিখেছেন?
ব্যুৎপত্তিগত দিক থেকে যুক্তিবিদ্যাকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়?