সকল কলার কলা বিষয়কে বলা হয়-
স্বরূপগতভাবে যুক্তিবিদ্যা হলো-
i. আদর্শনিষ্ঠ বিজ্ঞান
ii. চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান
iii. বিজ্ঞান ও কলা উভয়ই
নিচের কোনটি সঠিক?
যুক্তিবিদ্যায় যুক্তি প্রদানের প্রক্রিয়া হলো-
i. তুলনা
ii. অবরোহ
iii. আরোহ
দার্শনিক চিন্তার মধ্য দিয়ে সম্ভব হয়েছে-
i. মহাকাশ অভিযান
ii. যুক্তিবিদ্যার উদ্ভব
iii. যুক্তিবিদ্যার ক্রমবিকাশ
যুক্তিবিদ্যার প্রধান উদ্দেশ্য হলো-
i. সত্যকে অর্জন করা
ii. সত্যকে আবিষ্কার করা
iii. সত্যকে অনুসন্ধান ও অন্বেষণ করা
'ন্যায়তন্ত্র' কোন মনীষীর অবদান?
"যুক্তিবিদ্যা চিন্তার নিয়ম সম্পর্কিত বিজ্ঞান।"-উক্তিটি কার?
Jevons-এর মতে যুক্তিবিদ্যা কী ধরনের বিজ্ঞান?
“যুক্তিবিদ্যা হচ্ছে সত্যানুসন্ধানের উদ্দেশ্যে সত্যবোধের বিজ্ঞান।"- এ সংজ্ঞাটির গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার কারণ হচ্ছে-
i. এতে চিন্তা বা অনুমানের উল্লেখ নাই
ii. সংজ্ঞাটি যুক্তিচর্চার লক্ষ্য সম্পর্কে নীরব
iii. সংজ্ঞাটি যুক্তিচর্চার ব্যবহারিক দিক সম্পর্কে নীরব
'চিন্তা' কথাটির অস্পষ্টতা লক্ষণীয়-
i. জে এস মিল-এর সংজ্ঞায়
ii. ওয়েলটন-এর সংজ্ঞায়
iii. হ্যামিলটন-এর সংজ্ঞায়
'Logic' শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
যুক্তিবিদ্যা হলো -
i. ধারণা সম্পর্কিত বিজ্ঞান
ii. আচরণ সম্পর্কিত বিজ্ঞান
iii. ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান
'Logic' শব্দের অর্থ কী?
প্রচলিত যুক্তিবিদ্যার জনক কে?
যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান?
"যুক্তিবিদ্যা হলো বিজ্ঞানসমূহের বিজ্ঞান ও কলাসমূহের কলাবিদ্যা"- এ উক্তিটি কার?
যুক্তিবিদ্যার জনক কে?
"যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতি সম্বন্ধীয় বিজ্ঞান ও কলা”- সংজ্ঞাটি প্রদান করেছেন-
i. বস্তুনিষ্ঠ
ii. আদর্শনিষ্ঠ
iii. ব্যবহারিক
সুমন ও সুজন লাইব্রেরিতে যুক্তিবিদ্যা বিষয়ে পড়াশুনা করছিল। হঠাৎ সুজন সুমনকে জিজ্ঞেস করল, যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা, না উভয়ই? উত্তরে সুমন বলল, যুক্তিবিদ্যা একাধারে বিজ্ঞান এবং কলা উভয়ই। কেননা যুক্তিবিদ্যার মধ্যে বিজ্ঞান ও কলা উভয়ের বৈশিষ্ট্যই বিদ্যমান। যুক্তিবিদ্যা একই সঙ্গে-
i. বিজ্ঞান ও কলা
iii. বর্ণনামূলক বিজ্ঞান