বৈজ্ঞানিক আরোহকে বিশ্লেষণ করলে পাওয়া যায়-
i. প্রকৃতির নিয়মানুবর্তিতা
ii. কার্যকরণ
iii. আরোহত্মক উল্ফন
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে কোন যুক্তির প্রতিফলন ঘটেছে?
উদ্দীপকে উল্লিখিত আরোহের সিদ্ধান্তটি হল —
i. সম্ভাব্য
ii. কার্যকারণ সম্পর্কিত
iii. অভিজ্ঞতালব্ধ
কাজ চলানো প্রকল্প কি?
বৈধ প্রকল্পের আবশ্যিক শর্ত কোনটি?
প্রকল্প সবসময়-
i. সুনির্দিষ্ট হতে হবে
ii. যাচাইযোগ্য হতে হবে
iii. স্ববিরোধী হতে হবে
একটি প্রকল্প যদি একাধিক ঘটনা ব্যাখ্যা করতে পারে তবে। প্রকল্পের এ শক্তিকে বলে-
ব্যাখ্যা কত প্রকার?
লৌকিক ব্যাখ্যা থাকে না-
ব্যাখ্যার উদ্দেশ্য হলো—
i. মানুষের মনের ভাব প্রকাশ করা
ii. অস্পষ্ট ঘটনাকে স্পষ্ট করা
iii. জটিল বিষয়কে সহজ করা
“ঘটনাসমূহের নিয়মাবলিকে আবিষ্কার করা, অনুমান করা ও সংযুক্ত করাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যাকরণ" উক্তিটি-
উদ্দীপক-১ এ কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?
উদ্দীপকে দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর সাদৃশ্য হচ্ছে-
i. ঘটনার ব্যাখ্যাদান করে
ii. কার্যকরণ নির্নয়ে সচেষ্ট
iii. বিশেষ উদ্দেশ্যে নিহিত
“উল্ফন বিভাগ” অনুপপত্তির কারণ কী?
পদের গুণের দিককে কী বলে?
বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মূল পার্থক্য কোথায়?
যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি?
যৌক্তিক সংজ্ঞায় পদের কোন গুণটি উল্লেখ করতে হয়?
"উট হয় মরুভূমির জাহাজ" - এটি কোন প্রকারের সংজ্ঞা?
“মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন সৌন্দর্যপ্রিয় প্রাণী” - এটি কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি?