ভূমির সাথে 30° কোণে আনত 5m দীর্ঘ একটি ঢালু পথে 100 gm ভরবিশিষ্ট একটি বস্তু যে গতিশক্তি প্রাপ্ত হবে-
কোনো বল কর্তৃক কৃতকাজ-
(i) বল এবং সরণের ডটগুণন
(ii) ভর × ত্বরণ
(iii) গতিশক্তির পরিবর্তনের সমান
নিচের কোনটি সঠিক?
পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 60 kg হলে চাঁদে ওই বস্তুর ভর কত? [চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর 16 গুণ।]
কেপলারের ৩য় সূত্রের নাম কোনটি?
কোনো তারের অসহ পীড়ন নির্ভর করে তারের-
কোনো দোলক ঘড়ির পর্যায়কাল গ্রীষ্মকালে 2.002 sec হয়। ঘড়িটি ঘণ্টায় কত সেকেন্ড স্লো হবে?
সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য নয় কোনটি?
S.T.P তে 2 mole আদর্শ গ্যাসের গতিশক্তি কত হবে? [R = 8.31 J mol-1]
শিশির হচ্ছে -
PV =13 mNc2 সমীকরণে c -
কতটুকু কাজ সম্পন্ন হবে?
এক্ষেত্রে –
(i) বিকৃতি= 0.002
(ii) পীড়ন = 2.48 x 108Nm-2
(iii) পীড়ন ∝ বিকৃতি
নিচের কোন লেখচিত্রটি সরল দোলকের তৃতীয় সূত্রকে প্রকাশ করে?
উদ্দীপকটি নিচের কোন সূত্র কে সমর্থন করে?
গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত?
কোন দুটি ভৌত জগতের উপাদান?
1MeV এর সমতুল্য হল-
Y- অক্ষের সাথে r→= 4i^- 4k^ ভেক্টরের উৎপন্ন কোণ হবে-
একটি চাকার ভর 6 kg এবং কোনো অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ 30 cm। চাকাটিতে 3 rads-2 ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে?
কাজের অভিকর্ষীয় একক-