যুক্তিবিদ্যার সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে-
বিধেয়ক উপস্থিত থাকে কোন বাক্যে ?
আকাশে ধূমকেতু উদিত হওয়ার পরপরই রাজা মারা গেল। সুতরাং ধূমকেতুর উদয়ই রাজার মৃত্যুর কারণ। এ যুক্তিটিকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?
"যুক্তিবিদ্যা হলো এমন একটি বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য মনন ক্রিয়া সম্পর্কে এবং সহায়ক মানসিক প্রক্রিয়াসমূহ সম্পর্কে আলোচনা করে।” -উক্তিটি কোন যুক্তিবিদের?
'সকল রাজহাঁস হয় সাদা'- বাক্যটি ব্ল্যাকবোর্ডে লিখে সীমা রুমাকে জিজ্ঞাসা করল যে, এতে কোন আরোহের চিত্র ফুটে উঠেছে। উত্তরে বুমা বলতে পারে-
i. গণনামূলক আরোহ
ii. অবৈজ্ঞানিক আরোহ
iii. বৈজ্ঞানিক আরোহ
নিচের কোনটি সঠিক?
ফ্রাঙ্কলিন বজ্রপাতকে যেভাবে ব্যাখ্যা করেছেন তাকে কোন ধরনের ব্যাখ্যা বলে অভিহিত করা যায়?