আকাশে ধূমকেতু উদিত হওয়ার পরপরই রাজা মারা গেল। সুতরাং ধূমকেতুর উদয়ই রাজার মৃত্যুর কারণ। এ যুক্তিটিকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?
লৌকিক ব্যাখ্যায় ঝড়, বৃষ্টি, বন্যা এ জাতীয় প্রাকৃতিক ঘটনার মূলে কোনো কারণ থাকার কথা স্বীকার করা হয় না কেন?
আশরাফুলের পঠিত অংশ কোন যুক্তিবিদ্যায় প্রতীয়মান?
যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময়ে কয়টি মূলসূত্র গ্রহণ করা হয়?
যে সকল শর্ত উপস্থিত থাকলে কার্য সংঘটিত হয়, তাকে কী বলা হয়?
কোনটি থেকে আমরা একটি বিষয় স র্কে সাধারণ ধারণা পেয়ে থাকি?