'সকল রাজহাঁস হয় সাদা'- বাক্যটি ব্ল্যাকবোর্ডে লিখে সীমা রুমাকে জিজ্ঞাসা করল যে, এতে কোন আরোহের চিত্র ফুটে উঠেছে। উত্তরে বুমা বলতে পারে-
i. গণনামূলক আরোহ
ii. অবৈজ্ঞানিক আরোহ
iii. বৈজ্ঞানিক আরোহ
নিচের কোনটি সঠিক?
লৌকিক ব্যাখ্যায় ঝড়, বৃষ্টি, বন্যা এ জাতীয় প্রাকৃতিক ঘটনার মূলে কোনো কারণ থাকার কথা স্বীকার করা হয় না কেন?
আশরাফুলের পঠিত অংশ কোন যুক্তিবিদ্যায় প্রতীয়মান?
যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময়ে কয়টি মূলসূত্র গ্রহণ করা হয়?
যে সকল শর্ত উপস্থিত থাকলে কার্য সংঘটিত হয়, তাকে কী বলা হয়?
কোনটি থেকে আমরা একটি বিষয় স র্কে সাধারণ ধারণা পেয়ে থাকি?