উক্ত বিভাগের বৈশিষ্ট্য হিসেবে পাওয়া যায়-
i. এটি একটি সহজ পন্থা, যা সম্পূর্ণ রূপগত
ii. এটি বোঝার জন্য কোনোরূপ বাস্তব জ্ঞানের প্রয়োজন হয় না
iii. এ বিভাগে ভ্রান্ত হওয়ার কোনো আশঙ্কা থাকে না
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিভাগের সুবিধা হলো-
i. এটি একটি সহজ-সরল প্রক্রিয়া
ii. এটি একটি বস্তুগত প্রক্রিয়া
iii. এটি একটি আকারগত প্রক্রিয়া
যুক্তিবিদ্যায় ব্যবহৃত অধিকাংশ পদের দুটি দিক রয়েছে। বিষয়টি তুমি যেভাবে বিশ্লেষণ করবে-
i. একটি দিক হচ্ছে পদের গুণ বা জাত্যর্থের দিক
ii. একটি দিক হচ্ছে পদের পরিমাণ বা ব্যক্তর্থের দিক
iii. জাত্যর্থ আলোচিত হয় যৌক্তিক সংজ্ঞায় আর ব্যক্তর্থ আলোচিত হয় যৌক্তিক বিভাগে
যৌক্তিক বিভাগ বৈজ্ঞানিক অনুসন্ধানে কার্যকর ভূমিকা পালন করে। বক্তব্যটির যথার্থতা যেভাবে মূল্যায়ন করবে-
i. আধুনিক বিজ্ঞানের প্রতিটি শাখা বিভাজন প্রক্রিয়ার উপর অনেকাংশে নির্ভরশীল
ii. একটি শ্রেণির অন্তর্গত প্রতিটি উপশ্রেণির বৈশিষ্ট্য জানা থাকলে শ্রেণিটির ধারণা লাভ সহজ হয়
iii. যৌক্তিক বিভাগের মাধ্যমে অন্যের মনোভাবের উপর প্রভাব বিস্তার করা যায়
যৌক্তিক বিভাগের শুদ্ধতার ব্যাপারে তুমি যা বলবে-
i. শুদ্ধতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ
ii. যথাযথ নিয়ম অনুসরণ করা হলে বিভাজন প্রক্রিয়া সঠিক হয়
iii. নিয়ম অনুসরণ না করলে বিভিন্ন অনুপপত্তির সৃষ্টি হয়
মানুষ শ্রেণিকে একই সাথে শিক্ষা, সততা, জ্ঞান ইত্যাদি মূলসূত্রের ভিত্তিতে বিভক্ত করা যায় না। এ বক্তব্যের যথার্থতায় বলা যায়-
i. যৌক্তিক বিভাগের ক্ষেত্রে মূলসূত্র ব্যবহারের রীতি নেই
ii. একই সময় একটি মাত্র মূলসূত্র ব্যবহার করে একটি পদকে বিভক্ত করতে হয়
iii. একই সময় একাধিক মূলসূত্র ব্যবহার করা যুক্তিসিদ্ধ নয়
একক কোনো ব্যক্তি বা বস্তুর যৌক্তিক বিভাজনের সম্ভাব্যতার ব্যাপারে তুমি যা বলবে-
i. একক কোনো ব্যক্তি বা যৌক্তিক বিভাজন সম্ভব নয়
ii. একক কোনো বা বস্তুকে কেবল তার অঙ্গপ্রত্যঙ্গে বা বিভিন্নগুণে বিভক্ত করা যায়
iii. যৌক্তিক বিভাগের ক্ষেত্রে জাতিবাচক বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করতে হয়
যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা সম্পর্কে তোমার মূল্যায়ন হবে-
i. সব বিষয়ে যৌক্তিক বিভাগ কার্যকর
ii. এমন অনেক বিষয় আছে, যেগুলোর ব্যক্তর্থকে যৌক্তিক বিভাজন প্রক্রিয়ায় বিশ্লেষণ করা যায় না
iii. অনেক বিষয় বিভাজন করতে গেলে বিভাগের নিয়ম লঙ্ঘিত হয়
যৌক্তিক বিভাগ করা হয়-
i. কোনো বস্তুকে
ii. কোনো ব্যক্তিকে
iii. কোনো জাতিবাচক পদকে
যৌক্তিক বিভাগ বিশ্লেষণ করে-
i. পদের জাত্যর্থ
ii. পদের অর্থ
iii. পদের ব্যক্তর্থ