উক্ত উপযোগের সম্পর্ক হলো—
i. মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ কমে
ii. মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ স্থির থাকে
iii. মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়।
নিচের কোনটি সঠিক?
‘ক’ চিত্রের E ও F বিন্দুর মাধ্যমে যা তুলে ধরা হয়েছে তা হলো-
উক্ত বিধিতে অন্যান্য অবস্থা বলতে বোঝায়—
i. ক্রেতার রুচি, অভ্যাস ও পছন্দ অপরিবর্তীত
ii. নিজস্ব দাম অপরিবর্তীত
iii. ক্রেতার আয় ও বিকল্প দ্রব্যের দাম অপরিবর্তীত
হেলালের মুরগি বিক্রির ঘটনাকে অর্থনীতিতে কী বলে?
হেলালের আচরণ থেকে বোঝা যায়—
i. দাম কমলে চাহিদা কমে
ii. 'দাম কমলে যোগান কমে
iii. দাম কমলে যোগান বাড়ে
উৎপাদনের উপকরণ কয়টি?
কোন ধরনের ব্যয় ফার্মের হিসাব বইতে থাকে না?
সর্বোচ্চ প্রান্তিক উৎপাদন বিন্দুতে শ্রমের পরিমাণ কতটুকু?
প্রান্তিক উৎপাদন (MP) রেখার bd অংশ থেকে বোঝা যায়—
i. উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে
ii. প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে
iii. উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে
লোহার আকৃতি পরিবর্তন করে যন্ত্রপাতি তৈরি করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
কাঠকে সুবিধামতো পরিবর্তন করে চেয়ার ও টেবিল বানানো হলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
মি. জলিল একজন সরকারি চাকরিজীবী। তার জন্য সরকারি বাসা বরাদ্দ থাকা সত্ত্বেও তিনি নিজস্ব বাসায় বাস করেন। এক্ষেত্রে নিজ বাসায় থাকার ফলে কোন ব্যয় হয়?
কোনটি রূপগত উপযোগ?
একজন ভূমির মালিক তার ভূমির জন্য কোনটি প্রাপ্য হবে?
শ্রমিকের বেতন কোন ধরনের ব্যয়?
ব্যবসায়ের ভিত্তি হলো-
কোন দ্রব্য একাধিকবার উৎপাদন কাজে ব্যবহার করা যায়?
কোন দেশে মূলধনের চেয়ে ভূমি ও শ্রমের গুরুত্ব বেশি?
পৌরসভা কর্তৃক মশক নিধন কার্যক্রমে যে ব্যয় হয় তা কোন ধরনের ব্যয়?
উৎপাদনের উপকরণের জন্য যে আর্থিক খরচ করা হয় তাকে কী বলে?