উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি?
জনাব রমিজ ২,০০০ টাকা মূলধন এবং একজন শ্রমিক নিয়োগ করে দৈনিক ২০০ প্যাকেট বিস্কুট উৎপাদন করেন। পরে তিনি আরও ২ জন অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিলে বিস্কুটের উৎপাদন বেড়ে ৩৫০ প্যাকেট. হয়।
জনাব রমিজের প্রান্তিক উৎপাদন কত?
মি. সাজেদ নববর্ষ উপলক্ষে উৎপাদিত ফুল স্থানীয় বাজারে বিক্রি না করে শহরে নিয়ে যাওয়াতে আর্থিকভাবে লাভবান হন ।
মি. সাজেদের শহরে ফুল বিক্রি করাতে তার কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে?
উৎপাদনের কোন উপকরণটি মানবসৃষ্ট?
নিচের কোন উপাদানটি উৎপাদন ক্ষেত্রে ঝুঁকি বহন করে?
মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের একমাত্র উপকরণ কোনটি?
একজন সংগঠকের আয় কোনটি?
বৃহৎ আকারের উৎপাদনের জন্য কোন উপকরণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?
বাড়ির পাশে অন্যের অব্যবহৃত জমি ক্রয় করে চাষাবাদ করার ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হবে?
রিয়েল এস্টেট কোম্পানি তার প্রতিষ্ঠানের কার্যাবলি পরিচালনার জন্য ৩ লক্ষ টাকা বাড়ি ভাড়া পরিশোধ করেন ৷ এটা কোন ধরনের ব্যয়?
সূর্যকিরণ, বৃষ্টিপাত প্রভৃতি উৎপাদনের কোন ধরনের উপকরণ?
অর্থনীতিতে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?
লেখক বই লেখার সময় রাত্রি জাগরণ করতে গিয়ে ঘুম ও আরাম ত্যাগ করে। অর্থনীতির ভাষায় তাকে কী বলে?
বনের কাঠ কেটে আসবাবপত্র তৈরি কোন ধরনের উৎপাদন ?
নিচের কোন উপাদানটি মূলধন?
নিচের কোনটি গড় উৎপাদন নির্দেশ করে?
গ্রামের ফলমূল শহরে এনে অধিক দামে বিক্রি করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি সাধারণত কোন ক্ষেত্রে অধিক কার্যকর হয়?
ভূমির আয়কে কী বলে?
যন্ত্রপাতি কোন ধরনের উৎপাদনের উপকরণ?