জনাব রমিজ ২,০০০ টাকা মূলধন এবং একজন শ্রমিক নিয়োগ করে দৈনিক ২০০ প্যাকেট বিস্কুট উৎপাদন করেন। পরে তিনি আরও ২ জন অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিলে বিস্কুটের উৎপাদন বেড়ে ৩৫০ প্যাকেট. হয়।
জনাব রমিজের প্রান্তিক উৎপাদন কত?
মি. সাজেদ নববর্ষ উপলক্ষে উৎপাদিত ফুল স্থানীয় বাজারে বিক্রি না করে শহরে নিয়ে যাওয়াতে আর্থিকভাবে লাভবান হন ।
মি. সাজেদের শহরে ফুল বিক্রি করাতে তার কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে?