বনের ফুল শহরে এনে বিক্রি করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
একটি মাত্র দ্রব্য উৎপাদন করে এমন একটি প্রতিষ্ঠানকে কী বলে?
শ্রমিকের বেতন কী ধরনের ব্যয়?
অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?
মূলধনের সুদ কী ধরনের ব্যয়?
মানুষ কর্তৃক উৎপাদিত একমাত্র উৎপাদনের উপকরণ কোনটি?
শিফন চিনি, পানি ও লেবু দিয়ে শরবত তৈরি করল। অর্থনীতিতে এ উৎপাদন প্রক্রিয়ায় শিফন হলো-
i. শ্ৰম
ii. মূলধন
iii. সংগঠন
নিচের কোনটি সঠিক?
জিহান একজন শিল্প উদ্যোক্তা। এক্ষেত্রে সংগঠক হিসেবে তিনি -
i. উপাদান সংগ্রহ করেন
ii. সব কাজ তদারকি করেন
iii. দক্ষতার সাথে পরিচালনা করেন
প্রান্তিক উৎপাদন রেখা, প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হওয়ার পর কোন দিকে যায়?
i. ডান দিকে
ii. বাম দিকে
iii. নিম্নগামী
সেবাগত উৎপাদনের উদাহরণ হচ্ছে—
i. আখ থেকে চিনি উৎপাদন
ii. গম থেকে আটা উৎপাদন
iii. শিক্ষকের শিক্ষকতা
রফিক সাহেব একজন শিল্প উদ্যোক্তা। এক্ষেত্রে সংগঠক হিসেবে তিনি—
i. ঝুঁকি গ্রহণ করবেন
ii. নীতিনির্ধারণ করবেন
iii. উৎপাদনের উপকরণ সাজাবেন
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির শর্ত হলো—
i. ভোক্তা স্বাভাবিক বিচারবুদ্ধিসম্পন্ন
ii. দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান
iii. অন্যান্য অবস্থা অপরিবর্তনীয়
আসিফ সাহেবের কাজটি কোন ধরনের উৎপাদনের অন্তর্ভুক্ত?
আসিফ সাহেব এ উৎপাদন প্রক্রিয়ায় একজন—
i. সংগঠক ও মালিক
ii. উৎপাদক
iii. শারীরিক ও মানসিক শ্রমিক
চিত্রের L বিন্দুতে কোন সম্পর্কটি সঠিক?
QQ2 উপকরণ নিয়োগস্তরে-
i. গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি হবে
ii. প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি হবে
iii. গড় উৎপাদন হ্রাসের হার থেকে প্রান্তিক উৎপাদন হ্রাসের হার বেশি হবে
উদ্দীপকে উল্লিখিত বন উৎপাদনের কোন উপকরণ ?
উদ্দীপক অনুসারে মূলধন কোনটি?
উদ্দীপক অনুসারে প্রান্তিক উৎপাদন কত ?
আলুর উৎপাদনের ক্ষেত্রে কোনটি ঘটেছে?