ভারসাম্য দাম নির্ধারণে সাহায্য করে—
i. ক্রেতা
ii. বিক্রেতা
iii. সরকার
নিচের কোনটি সঠিক?
মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক হলো-
i. মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ কমে
ii. মোট উপযোগ কমতে থাকলে প্রান্তিক উপযোগ বাড়তে থাকে
iii. মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়
সঠিক মূল্য নির্ধারণ করে—
i. চাহিদা
ii. মূলধন
iii. যোগান
চাহিদা বিধিটির অনুমিত শর্তগুলো হলো—
i. ক্রেতা যুক্তিশীল
ii. রুচি অপরিবর্তনীয়
iii. অভ্যাস পরিবর্তনীয়
যোগান বৃদ্ধি পাবার কারণ হলো—
i. দ্রব্যের দাম বৃদ্ধি
ii. দ্রব্যের দাম হ্রাস
iii. দ্রব্যের চাহিদা বৃদ্ধি
শিল্প কখন স্বাভাবিক মুনাফা অর্জন করে?
i. স্বল্পকালে
ii. দীর্ঘকালে
iii. মোট আয় ও মোট ব্যয় সমান হলে
উপরের চিত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা কোনটি?
চিত্রের ধারণার সাথে অসামঞ্জস্য দ্রব্য হলো-
i. মাদক দ্রব্য
ii. বিলাসী দ্রব্য
iii. নিত্যপ্রয়োজনীয় দ্রব্য
উপরের চিত্র মতে দ্রব্যটির দাম ৪ টাকা হলে নীচের কোনটি ঘটে?
দ্রব্যটির দাম ২ টাকা হলে নিচের কোনটি সত্য?
অর্থনীতিতে কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব মেটানোর ক্ষমতা থাকলে তা কি?
যে ব্যক্তি ভোগ করে সে কী?
কোনো দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকে কী বলে?
কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে কী বলে?
তুমি চারটি আম খেলে চতুর্থ আমটির জন্য যদি ৫ টাকা দিতে রাজি থাক তাহলে ঐ ৫ টাকা কী হবে?
তুমি পর পর ৫টি আম কিনলে ৫ম আমটি কী হবে?
ভোগের একক বৃদ্ধির ফলে উপযোগ কমে যাওয়ার এ প্রবণতাকে কী বলে?
ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্ৰমান্বয়ে কমে যায় বলে প্রান্তিক উপযোগ রেখা কী হয়?
শখ বা নেশাজাতীয় দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কীরূপ?
অর্থনীতিতে চাহিদা হতে হলে কয়টি শর্ত পূরণ করতে হয়?