একটি নির্দিষ্ট সময়ে বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণকে কী বলে?
কোন উপাদানগুলো ভারসাম্য মূল্য নির্ধারণে সাহায্য করে?
চাহিদা রেখা—
i. বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়
ii. বাম থেকে ডান দিকে উর্ধ্বগামী হয়
iii. বাম থেকে ডান দিকে সমান্তরাল
নিচের কোনটি সঠিক?
কোন দ্রব্যের একাধিক একক পর পর ভোগের ক্ষেত্রে—
i. মোট উপযোগ বৃদ্ধি পায়
ii. প্রান্তিক উপযোগ হ্রাস পায়
iii. ক্রয় ক্ষমতা হ্রাস পায়
সাধারণ ভোগ্যদ্রব্যের যোগানের ক্ষেত্রে-
i. দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়
ii. দাম ও যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক থাকে
iii. দাম বৃদ্ধিতে চাহিদা অপরিবর্তিত থাকে
চাহিদারেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে যদি-
i. ক্রেতার আয় বৃদ্ধি পায়
ii. ক্রেতার রুচি, অভ্যাস ও পছন্দের পরিবর্তন হয়
iii. বিকল্প দ্রব্যের দাম অপরিবর্তিত থাকে
বাজার ভারসাম্য দাম নির্ধারণে ভূমিকা রাখে-
i. চাহিদা
ii. যোগান
iii. উপযোগ
উপযোগ হলো-
i. অভাব পূরণের ক্ষমতা
ii. দ্রব্যের উপকারিতা
iii. একটি মানসিক ধারণা
যোগানের ক্ষেত্রে বিবেচ্য -
i. একটি দ্রব্য
ii. একটি নির্দিষ্ট সময়
iii. একটি নির্দিষ্ট দাম
iii. একটি ব্যক্তিগত মানসিক ধারণা
চাহিদা বিধি কার্যকর হওয়ার জন্য অপরিবর্তনীয় থাকা প্রয়োজন—
i. বিক্রেতার আয়
ii. ক্রেতার রুচি
iii. সংশ্লিষ্ট দ্রব্যের দাম
চাহিদা রেখা সাধারণত—
i. বাম থেকে ডানে নিম্নগামী হয়
ii. দাম ও চাহিদার বিপরীত সম্পর্ক দেখায়
iii. চাহিদা ও যোগানের সমতা দেখায়
ভারসাম্য দাম নির্ধারণে সাহায্য করে-
i. ক্রেতা
ii. বিক্রেতা
iii. সরকার
বাজারে মসলার দাম কমে যাওয়ায় কবীর বেশি করে মসলা ক্রয় করল। এ ঘটনার দ্বারা বোঝা যায়-
i. চাহিদার সাথে দামের সম্পর্ক সমমুখী
ii. চাহিদার সাথে দামের সম্পর্ক বিপরীতমুখী
iii. চাহিদা বিধির যথাযথ প্রয়োগ হয়েছে
হাসেম একটা গাড়ি কিনতে চায়; কিন্তু সামর্থ্য নেই। তার এ আকাঙ্ক্ষা চাহিদায় রূপ লাভ করবে যখন তার-
i. প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য হবে
ii. অর্থ ব্যয়ের ইচ্ছা হবে
iii. হাসেমের পছন্দের পরিবর্তন হবে
E বিন্দুতে চাহিদা ও যোগান হলো—
i. চাহিদা < যোগান
ii. চাহিদা = যোগান
iii. চাহিদা > যোগান
সূচিতে কোন বিধি প্রকাশ পেয়েছে?
উক্ত সূচি অনুযায়ী বলা যায়—
i. দ্রব্যের দাম কমলে যোগান কমে
ii. দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে
iii. দ্রব্যের দাম ও যোগান সমমুখী
উদ্দীপক অনুসারে বাজারে পশুর যোগানের পরিমাণ হচ্ছে—
বাজারে জসিম মিয়ার পশুর যোগান প্রভাবিত হয়েছিল—
i. গরু ও ছাগলের দাম দ্বারা
ii. ক্রেতাদের চাহিদা দ্বারা
iii. নির্দিষ্ট সময় দ্বারা