চাহিদা হতে হলে অর্থনীতিতে কয়টি শর্ত পূরণ করতে হয়?
বাজার যোগান রেখার আকৃতি কেমন?
৪টি পেয়ারা পর পর যথাক্রমে ৫, ৪, ৩ এবং ২ টাকায় ক্রয় করা হলো। এক্ষেত্রে পেয়ারার মোট উপযোগ কত?
কোনো দ্রব্যের চাহিদা কীসের ওপর নির্ভর করে?
দাম ও যোগানের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান?
চাহিদা রেখা অঙ্কনের ভিত্তি কোনটি?
অর্থনীতিতে চাহিদা হতে হলে কয়টি শর্ত পালন করতে হয় ?
মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে কী বলা হয়?
দ্রব্যের যোগানের হ্রাসবৃদ্ধি কোনটির ওপর নির্ভলশীল?
চাহিদার সাথে দামের কী ধরনের সম্পর্ক?
দ্রব্যের যোগানের হ্রাস-বৃদ্ধি কোনটির ওপর নির্ভরশীল?
কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে কী বলা হয়?
কোনো দ্রব্যের চাহিদা অধিক নির্ভর করে কিসের ওপর?
রিফাত একজন চিনি ব্যবসায়ী। হঠাৎ চিনির দাম বৃদ্ধি পাওয়ায় সে আরও চিনি সরবরাহ করতে থাকল। এটি অর্থনীতির কোন বিষয়কে সমর্থন করে?
চাহিদা রেখার আকৃতি কীরূপ?
কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে বলে—
কিসের ওপর ভিত্তি করে যোগান রেখা অঙ্কন করা যায়?
মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ কী হয়?
কোন দুটি চলকের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান?
মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ—