৪নং বিস্কুটটি খেয়ে মিনা যে তৃপ্তি লাভ করল তাকে কী বলা যায়?
মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?
চাহিদা সূচির অপর নাম কী ?
যোগান বিধিটি কার দৃষ্টিকোণ হতে চিন্তা করা হয়?
অর্থনীতিতে ভোগের অর্থ কী?
যোগান বৃদ্ধি পাওয়ার কারণ কী?
উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে কয়ভাগে ভাগ করা যায়?
মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ কী হয়?
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমতি শর্ত কয়টি?
চাহিদার ইংরেজি প্রতিশব্দ কোনটি?
বাজারে সব ভোক্তার ব্যক্তিগত চাহিদার সমষ্টিকে কী বলে?
‘বাইন’ কোন বনভূমির বৃক্ষ?
নিচের কোনটি চাহিদা বিধির শর্ত বহির্ভূত ?
মূল্য কমে গেলে যোগান কেমন হয়?
প্রান্তিক উপযোগ কীভাবে বাড়ে?
দ্রব্য ব্যবহারের মাধ্যমে আমরা কী গ্রহণ করি ?
যদি তুমি ৪টি চকলেট খাও, তাহলে অর্থনীতিতে ৪নং চকলেট হলো-
নার্সের সেবা কোন ধরনের উপযোগ?
আমাদের সব আকাঙ্ক্ষাকে বলা যায় না কোনটি?
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির শর্ত হলো-
i. ভোক্তা স্বাভাবিক বিচারবুদ্ধি সম্পন্ন
ii. দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান
iii. অন্যান্য অবস্থা অপরিবর্তিত
নিচের কোনটি সঠিক?