যেসব উৎপাদিত দ্রব্য উৎপাদন ক্ষেত্রে পুনরায় ব্যবহৃত হয়, সেগুলোকে কী বলে?
একই পণ্য দুইবার গণনা করলে কী সমস্যার উদ্ভব হয়?
জিডিপি গণনার ক্ষেত্রে কোন ধরনের হিসাব মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত করা হয় না?
কোন ধরনের সুদ জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়?
কোন ধরনের ঋণ জাতীয় উৎপাদনে কোনো ভূমিকা রাখে না?
নিচের কোনটি হস্তান্তর পাওনা?
অর্থনীতিতে ময়দাকে কোন দ্রব্য হিসেবে বিবেচনা করা হয়?
কোনটি চূড়ান্ত দ্রব্য?
জাতীয় আয় পরিমাপে খানিকটা পার্থক্য হওয়ার কারণ হলো-
i. হিসাবের ত্রুটি বিচ্যুতি
ii. গণনার জুটি বিচ্যুতি
iii. দ্বৈত গণনার অন্তর্ভুক্তি
নিচের কোনটি সঠিক?
মোট দেশজ উৎপাদনের হিসাব বহির্ভূত বিষয়ের মধ্যে অন্যতম হলো-
i. মূলধনী লাভ-ক্ষতি ii. মাধ্যমিক দ্রব্য ও সেবা iii. মূল্যহীন দ্রব্য ও সেবা নিচের কোনটি সঠিক?
একটি দেশের অর্থনীতি কয়টি খাতে বিভক্ত?
দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে কোন ধরনের দ্রব্য ভোগের জন্য ব্যবহার করা হয়?
খোলা অর্থনীতিতে সামগ্রিক ব্যয় বিবেচনার সময় কোনটিকে একটি খাত হিসেবে বিবেচনা করা হয়?
(X-M) কে কী হিসেবে বিবেচনা করা হয়?
দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক ব্যয়ের সমীকরণ কোনটি?
তিন খাতের অর্থনীতিতে সামগ্রিক ব্যয়ের স্থায়ীকরণ কোনটি?
AE = C + I + G + NX বিবেচনা করা হয় কোন অর্থনীতিতে?
চার খাতের অর্থনীতিকে কী বলা হয়?
দ্বৈত গণনার সমস্যা এড়ানোর জন্য C+ I + G থেকে কী বাদ দেওয়া হয়?
ব্যক্তিগত ভোগ ব্যয়ের সমষ্টি হলো-
i. চিকিৎসা সেবা
ii. আইনি সেবা
iii. যাতায়াত ও যোগাযোগ ব্যয়