কোন বিনিয়োগ আয় দ্বারা প্রভাবিত নয়?
কোন ব্যয় আয়ের হ্রাস-বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয়?
ধরা যাক, কোনো নির্দিষ্ট সময়ে মি. জামিলের কারখানায় ৫,৫০,০০০ টাকার মূলধন আছে। উৎপাদন বৃদ্ধির জন্য তিনি সেখানে আরও ৮,৫০০ টাকা যৌগ করলেন। এখানে নতুন অর্থের সংযোজনকে কী বলা হয়?
সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে কী ধরনের সম্পর্ক দেখা যায়?
প্ররোচিত বিনিয়োগ রেখা কীরূপ?
বিনিয়োগ ব্যয়কে ভাগ করা হয়-
i. প্ররোচিত ভোগ ব্যয়
ii. স্বয়ম্ভূত বিনিয়োগ ব্যয়
iii. প্ররোচিত বিনিয়োগ ব্যয়
নিচের কোনটি সঠিক?
সঞ্চয় অপেক্ষক S = -50+ 0.5Y-এবং স্বয়ম্ভূত বিনিয়োগ I = 100 হলে ভারসাম্য জাতীয় আয় কত?
কী বাড়লে আয় বাড়ার দরুন সরকারি ব্যয় বাড়ে?
সরকারি ব্যয়কে কী ধরা হয়?
দেশ পরিচালনা করার জন্য সরকার যে ব্যয় করে তাকে কী বলে?
দেশ পরিচালনার জন্য সরকার যে অর্থ ব্যয় করে তাকে কী বলে?
সঞ্চয় রেখার সমীকরণ কোনটি?
সঞ্চয় আকৃতি কীরূপ?
আয়ের সাথে সঞ্চয়ের সম্পর্ক কেমন?
সরকার অর্থ ব্যয় করে-
i. দেশ পরিচালনায়
ii. অর্থনৈতিক উন্নয়নে
iii. প্রশাসনিক কার্যনির্বাহে
গাজী মিয়া একজন রিক্সাচালক। তার মাসিক আয় ৫০০০ টাকা এবং মাসিক ব্যয় ২৭৫০ টাকা। তাহলে তার বছরের সঞ্চয় কত?
যদি কারও সঞ্চয় ২,০০০ টাকা এবং আয় ১০,০০০ টাকা হয়, তবে ব্যয় কত?
আয় কমলে সঞ্চয় কী হয়?
আয় বাড়লে সঞ্চয় কী হয়?
উৎসের দিক থেকে সঞ্চয়কে কয় ভাগে ভাগ করা হয়?