GDP ও বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়ের সমষ্টি-
কোনটি দেওয়া থাকলেও এনএনআই-এর পরিমাপ বিভিন্ন রকম হতে পারে?
NNI পাওয়া যায়-
i. মূলধনের অবচয়জনিত ব্যয় বাদ দিলে
ii. পরোক্ষ ব্যবসায়িক কর বাদ দিলে
iii. মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত করে
নিচের কোনটি সঠিক?
জাতীয় আয় গণনার মূলত পদ্ধতি কয়টি?
আয় পদ্ধতি অনুসারে মূলধন থেকে আসে কোনটি?
নিচের কোনটি সংগঠনের প্রাপ্ত আয়?
কোন পদ্ধতিতে জাতীয় আয় হলো উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি?
কোনো নির্দিষ্ট সময়ে দেশের সব ধরনের ব্যয়ের যোগফল জাতীয় আয়ের কোন পদ্ধতির আওতাভুক্ত?
দেশের ১৫টি খাতের কী যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়?
উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার সময় কোনটি বিবেচনায় আনা হয়?
বাংলাদেশের অর্থনীতি কয়টি খাতে বিভক্ত?
Y = C + I + G + (X-M) এই সমীকরণে (X-M) কী?
একটি দেশের মোট ব্যয় বলতে বোঝায়-
i. জনগণের ভোগ ব্যয়
ii. জনগণের বিনিয়োগ ব্যয়
iii. সরকারি ব্যয়
চূড়ান্ত দ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে-
i. প্রাথমিক দ্রব্য
ii. চূড়ান্ত দ্রব্য
iii. মাধ্যমিক দ্রব্য
জাতীয় আয় পরিমাপের পদ্ধতি হলো-
i. উৎপাদন পদ্ধতি
ii. আয় পদ্ধতি
iii. ব্যয় পদ্ধতি
মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়-
i. চূড়ান্ত দ্রব্য মূল্য যোগ করে
ii. চূড়ান্ত সেবার মূল্য যোগ করে
iii. মধ্যবর্তী দ্রব্য মূল্য যোগ করে
জাতীয় আয় গণনায় কোন পর্যায়ের দ্রব্য ও সেরা বিবেচিত হয়?
যেসব দ্রব্য উৎপাদকের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয়, তাদেরকে কী বলে?
জাতীয় আয়ে মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচনা করলে কোন সমস্যা দেখা দেয়?
মি. জন একজন গায়ক। তিনি প্রায়ই তার বন্ধুদের গান শোনান। তার এই কর্মকাণ্ড GDP নির্ধারণে কী হবে?