ব্যয়ের দৃষ্টিকোণ থেকে বদ্ধ অর্থনীতিতে নিচের কোনটি সঠিক?
GDP হিসাবের সময় নিচের কোন করটি বাদ দিতে হয়?
বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় কোনটিতে অন্তর্ভুক্ত হয় না?
C = 7000, I = 3000-2000 এবং Xn = 1000; GDP কত?
GDP হিসাবের ক্ষেত্রে গুরুত্বের সাথে কোন বিষয়টি বিবেচনা করা হয়?
GDP = ?
বিদেশি নাগরিকসহ সব উৎপাদনকারী দেশের ভেতরে যা উৎপাদিত হয় তাকে কী বলা হয়?
দেশের অভ্যন্তরে এক বছরে ৫ মণ ধান, ২ মণ পাট ও ১০০ পোশাক তৈরি হয় যার বাজার মূল্য প্রতি এককে যথাক্রমে ১০০ টাকা, ৫০ টাকা ও ১০ টাকা। এক্ষেত্রে মোট দেশজ উৎপাদন কত?
নিট রপ্তানি শূন্য হলে কী হয়?
মোট জাতীয় আয় কী?
একটি দেশের অর্থনৈতিক অবস্থা কীরূপ তা জানার জন্য কোনটি পরিমাপ করা আবশ্যক?
মোট দেশজ উৎপাদনের সাথে নিট উৎপাদন আয় যোগ করে কী পাওয়া যায়?
সাভারের মোমিন আবুধাবির একটি কোম্পানিতে চাকরি করেন। তার আয় এদেশের জাতীয় আয় হিসেবের কোন ক্ষেত্রে যোগ হবে?
মোট দেশজ উৎপাদন + বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয় - দেশে অবস্থানরত বিদেশিদের আয় = কী?
পরোক্ষ কর কোন ব্যয়ের অংশ নয়?
সরকার দেশ পরিচালনা ও উন্নয়নের জন্য দ্রব্য ও সেবাকর্ম ক্রয় করে যে ব্যয় করে তাকে কী বলে?
জিএনআই-এর উপাদান কয়টি?
জাতীয় আয়ের উপাদান নয় কোনটি?
ব্যক্তিগত, পেশাগত ও অংশীদারি ব্যবসায় বাণিজ্য থেকে অর্জিত মুনাফাকে ভাগ করা হয়-
i. প্রোপাইটারের আয়
ii. কর্পোরেট মুনাফা
iii. মোট জাতীয় মুনাফা
নিচের কোনটি সঠিক?
মোট দেশজ উৎপাদন গণনার সময় বিবেচনায় আনা হয়-
i. নির্দিষ্ট সময়
ii. দেশের নাগরিক
iii. ভৌগোলিক সীমানা