চলতি সম্পদ ব্যবস্থাপনা কোন দুটির মধ্যে ভারসাম্য রক্ষা করে-i. মুনাফা ও ঝুঁকিii. মুনফা ও তারল্যiii. ঝুঁকি ও তারল্যনিচের কোনটি সঠিক?
অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা হলো- i. শেয়ার মালিকদের স্বার্থরক্ষাii. আর্থিক পরিকল্পনা করাiii. ভোক্তার অধিকার সংরক্ষণনিচের কোনটি সঠিক?
সামাজিক দায়িত্ব হিসেবে একটি ফার্মের আর্থিক ব্যবস্থাপকের কাজ হচ্ছে- i. পাওনাদারের স্বার্থ রক্ষাii. ন্যায্য মজুরি প্রদানiii. সম্পদের সুষ্ঠু ব্যবহারনিচের কোনটি সঠিক?
অর্থায়নের ব্যাপক ব্যবহার শুরু হয় কোন সময়ে?
ব্যয় বুঝে আয় করা হয় কোন অর্থায়নে-
অধিক ঝুঁকিসম্পন্ন প্রকল্পে সাধারণত কোনটি বেশি হয়ে থাকে?
সম্পদ সর্বাধিকরণ বলতে বোঝায়-
নগদ টাকা এবং নগদ সমতুল্য হাতে রাখার মূল উদ্দেশ্য কোনটি?
যেকোনো প্রতিষ্ঠানের সবচেয়ে তরল সম্পদ কোনটি?
পোর্টফোলিও, তত্ত্বের উদ্ভাবন ও প্রয়োগ শুরু হয় কখন?
কোনো একটি প্রকল্পে সব মূলধন বিনিয়োগ না করে একাধিক লাভজনক প্রকল্পে অর্থ বিনিয়োগ করাকে কী বলে?
মালিকের ব্যক্তিগত সঞ্চয় ব্যবসায়ে বিনিয়োগ কোন ধরনের অর্থায়ন?
নিচের কোনটি অর্থায়নের নীতি?
ব্যবসায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি উদ্দেশ্য হলো-
একটা ব্যবসায় প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য কী?
আর্থিক কর্মকান্ড দ্বারা প্রতিষ্ঠানের শেয়ারমূল্য বৃদ্ধি পেলে কোনটি হয়?
জনাব পলাশ তার ব্যবসায় পরিধি বৃদ্ধি করতে চায়। এজন্য তিনি পুস্তক প্রকাশনা, স্বাস্থ্য ক্লিনিক স্থাপনা এবং আসবাবপত্র তৈরি এ তিনটি ক্ষেত্রে আয়-ব্যয়, মূলধনের চাহিদা ইত্যাদি বিশ্লেষণ করলেন। আয়ের হার বিবেচনায় পুস্তক প্রকাশনার মাধ্যমে ব্যবসায় পরিধি বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন। জনাব পলাশের সম্পাদিত কার্যাবলি হচ্ছে-
রায়হান নিউমার্কেটে ২০১২ সাল পর্যন্ত শুধু শার্ট বিক্রয় করত। ২০১৩ সালে এসে সে ক্যাপ, টি-শার্ট প্রভৃতি বিক্রয়ের উদ্দেশ্যে নতুন করে ২ লক্ষ টাকা বিনিয়োগ করে। রায়হান অর্থায়নের কোন নীতিটি মেনে চলছে
মি. তারেকের একটি শীতবস্ত্রের দোকান আছে। যেখানে সে শুধু শীতকালীন বস্ত্রের কেনা-বেচা করে। শীতের মৌসুমে তার ব্যবসায় থেকে খুব ভালো মুনাফা হয় কিন্তু বাকি সময় সে বসে থাকে। তারেকের ব্যবসায় কোন নীতিটির অভাব রয়েছে?
সামাজিক কল্যাণ বিবেচনায় আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা কোনটিকে নির্দেশ করে?