ব্যবসায়ে অর্থায়ন হলো-
i. ব্যবসায়ের জন্য তহবিল সংগ্রহ
ii. কয়েক মাসের জন্য তহবিল ব্যবহার করা
iii. তহবিল বণ্টনসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
আর্থিক ব্যবস্থাপনার তহবিল বণ্টনসংক্রান্ত কাজ হলো-i. বন্ডহোল্ডারদের সুদ প্রদানii. শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদানiii. দীর্ঘমেয়াদি সম্পদের বিনিয়োগ
মুনাফা সর্বাধিকরণ বলতে বোঝায়-i. শেয়ারপ্রতি আয় বৃদ্ধি করাii. ব্যয় হ্রাস করাiii. করপরবর্তী আয় বৃদ্ধি করা
সম্পদ বৃদ্ধির জন্য মুনাফা সংরক্ষণ অর্থায়নের কোন কার্যের অন্তর্গত ?
মুনাফা সর্বাধিকরণে কোনটি বিবেচনা করা হয়?
একটা দেশের সরকার যদি উন্নয়নমূলক কোনো কাজ করতে চায়, তাহলে তারা কীভাবে এর অর্থায়ন করবে?
একটা প্রতিষ্ঠান যখন তার অর্জিত মুনাফার সম্পূর্ণ বণ্টন না করে কিছু অংশ প্রতিষ্ঠানে রেখে দেয়, তখন তাকে কী বলে?
মুনাফা সর্বাধিকরণের সীমাবদ্ধতা হলো-
i. মুনাফা অর্জনের সময় বিবেচনা করা হয় না
ii. নগদ প্রবাহ বিবেচনা করা হয় না
iii. ব্যয়সমূহ বিবেচনা করা হয় না
তারল্য বৃদ্ধি পেলে-i. মুনাফা হ্রাস পায়ii. মুনাফা বৃদ্ধি পায়iii. অসচ্ছলতা ঝুঁকি হ্রাস পায়
একজন উৎপাদনকারীর উৎপাদন বৈচিত্র্যপূর্ণ হলো-i. ঝুঁকি বৃদ্ধি পায় ii. ঝুঁকি হ্রাস পায়iii. কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা অর্জিত হয়।নিচের কোনটি সঠিক?
ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ ও উপযুক্ত পারিশ্রমিক প্রদান ব্যবসায়ের যে দুটি পক্ষের প্রতি দায়িত্ব পালন হিসেবে গণ্য তা হলো- i. সাধারণ সম্প্রদায়ের প্রতিii. কেতার ও ভোক্তাদের প্রতিiii. শ্রমিক-কর্মচারীদের প্রতিনিচের কোনটি সঠিক?
ব্যবসায়িক নৈতিকতার মধ্যে পড়ে- i. সততা বজায় রাখাii. অবৈধ কর্মকান্ড এড়িয়ে চলাiii. আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করানিচের কোনটি সঠিক?
সরকারি অর্থায়নের উদ্দেশ্য হলো-i. সমাজকল্যাণ ii. মুনাফা অর্জনiii. কর্মসংস্থান বৃদ্ধি
অর্থায়নের কার্যাবলি হলো-i. তহবিল সংগ্রহii. মূলধন বাজেটিংiii. শেয়ারমূল্য বৃদ্ধি
মূলধন বাজেটিং সিদ্ধান্তবহির্ভূত হচ্ছে-i. কাঁচামাল ক্রয়ii. মেশিন ক্রয়iii. জমি ক্রয়নিচের কোনটি সঠিক?
অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বিনিয়োগকারীদের প্রতি দায়িত্ব হলো-i. উপযুক্ত লভ্যাংশ প্রদানii. শ্রমিকদের বেতন বৃদ্ধি iii. বিনিয়োগকৃত অর্থের যুক্তিযুক্ত ব্যবহারনিচের কোনটি সঠিক?
আন্তর্জাতিক অর্থায়নের আলোচ্য বিষয় হচ্ছে- i. আমদানি ও রপ্তানিii. মুদ্রার বিনিময় হারiii. বৈদেশিক বিনিয়োগনিচের কোনটি সঠিক?
উদ্বৃত্ত বাজেট হচ্ছে যখন-i. আয় ব্যয় ii. আয় ব্যয়iii. আয়-ব্যয়নিচের কোনটি সঠিক?
সরকারি অর্থায়নের উৎস হচ্ছে-i. আয়কর ii. আমদানি শুল্কiii. ট্রেজারি বিলনিচের কোনটি সঠিক?
অর্থায়নের নীতিসমূহ হলো-i. ঝুঁকি-মুনাফা নীতিii. তারল্য-মুনাফা নীতিiii. শেয়ারমূল্য বৃদ্ধি নীতি