অর্থায়নের কার্যাবলি হলো-i. তহবিল সংগ্রহii. মূলধন বাজেটিংiii. শেয়ারমূল্য বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
রহিম সাহেব তার মেয়ের ভবিষ্যৎ পড়াশুনার জন্য ১,০০,০০০ টাকা জমা করতে চাচ্ছেন। তার মেয়ে ১৫ বৎসর পর কলেজে ভর্তি হবে। যদি ব্যাংক ১২% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে তাহলে রহিম সাহেবকে বর্তমানে কত টাকা জমা করতে হবে?
আনিস কোম্পানি লিমিটেডের চিরস্থায়ী বন্ডের লিখিত মূল্য ১০০০ টাকা। নিট বিক্রমূল্য ৯৮০ টাকা এবং কুপন রেট ১০%। কর হার ৪০%। করপরবর্তী ঋণ মূলধনের ব্যয় কত?
সুনির্দিষ্ট জামানতযুক্ত অর্থায়ন কোনটি?
স্বয়ংক্রিয় নিকাশঘর সুবিধা বিভিন্ন বৃহদায়তন প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়-
i. বিভিন্ন বিল পরিশোধে
ii. কর্মীদের বেতন পরিশোধে
iii. গ্রাহকদের পাওনা আদায়ে
মেরিন ইন্স্যুরেন্স আইন কত সালের?