রহিম সাহেব তার মেয়ের ভবিষ্যৎ পড়াশুনার জন্য ১,০০,০০০ টাকা জমা করতে চাচ্ছেন। তার মেয়ে ১৫ বৎসর পর কলেজে ভর্তি হবে। যদি ব্যাংক ১২% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে তাহলে রহিম সাহেবকে বর্তমানে কত টাকা জমা করতে হবে?
বিমা দেশের অর্থনৈতিক অবস্থাকে কীরূপ রাখে?
অর্থায়নের কার্যাবলি হলো-i. তহবিল সংগ্রহii. মূলধন বাজেটিংiii. শেয়ারমূল্য বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
কোনটি মূলধন বাজারের হাতিয়ার?
সর্বপ্রথম সংঘবদ্ধভাবে অগ্নিবিমার ঝুঁকিগ্রহণের জন্য লন্ডনে যে প্রতিষ্ঠান এগিয়ে আসে তার নাম কী ছিল?
মি. কবীর ও চেকের অর্থ সংগ্রহ করতে পারবেন-
i. উল্লেখ তারিখের পর
ii. উল্লেখ তারিখে
iii. সংশোধন করে নিয়ে