মি. তারেকের একটি শীতবস্ত্রের দোকান আছে। যেখানে সে শুধু শীতকালীন বস্ত্রের কেনা-বেচা করে। শীতের মৌসুমে তার ব্যবসায় থেকে খুব ভালো মুনাফা হয় কিন্তু বাকি সময় সে বসে থাকে। তারেকের ব্যবসায় কোন নীতিটির অভাব রয়েছে?
নগদ আন্তঃপ্রবাহের উৎস কোনটি?
বৈচিত্র্যায়নের মাধ্যমে কোন ঝুঁকি হ্রাস করা যায় না?
ব্যাংক নোট প্রচলন করে কে?
মানুষের দ্বারা সৃষ্ট ঝুঁকি নয় কোনটি?
কোন তত্ত্বে বিটা ও দ্বারা ঝুঁকি পরিমাপ করা হয়?