ব্যাংক অগ্রিমের প্রকারভেদের মধ্যে পড়ে-
i. ধার
ii. নগদ ঋণ
iii. জমাতিরিক্ত ঋণ
নিচের কোনটি সঠিক?
ঋণপ্রদানকালে কোম্পানি বিবেচনায় বিবেচ্য হলো-
i. তারল্য
ii. নিরাপত্তা
iii. চরিত্র
দলিলের মাধ্যমে প্রদত্ত ব্যাংক ঋণের মধ্যে পড়ে-
i. প্রত্যয়পত্র
ii. ব্যাংকের আজ্ঞাপত্র
iii. ট্রেজারি বিল
ধার ও নগদ ঋণের মধ্যে মিলের ক্ষেত্রগুলো হলো-
i. উভয়ই ব্যাংক আগামের অন্তর্ভুক্ত
ii. উভয় ক্ষেত্রেই জামানতের প্রয়োজন পড়ে
iii. উভয়ই বাণিজ্যিক ঋণ
ব্যাংক গ্যারান্টিপত্র ব্যবহার করেন-
i. আমদানিকারক
ii. কন্ট্রাক্টর
iii. ডিলার
কবীর একজন পাইকার। ব্যাংকের সাথে তার নিয়মিত লেনদেন। তার জন্য উপযোগী ঋণ হলো-
i. নগদ ঋণ
ii. ধার
ভোক্তা ঋণ মঞ্জুরকালে ব্যাংক একজন গ্রাহক সম্পর্কে যে সকল বিষয় বিবেচনা করে তা হলো-
i. সামর্থ্য
ii. চরিত্র
iii. আয়ের উৎস
চাহিবামাত্র দেয় ঋণ ও স্বল্পমেয়াদি নোটিসে দেয় খাণের মধ্যে সম্পর্ক হলো-
i. ব্যাংকের পক্ষে উভয়ই তারল্য সুরক্ষার সহায়ক
ii. উভয়ই আমদানি-রপ্তানি ব্যবসায়ে কাজে লাগে
iii. বিশেষভাবে পরিচিত ব্যবসায়ীদের এরূপ ঋণ দেওয়া হয়
ব্যাংকের আজ্ঞাপত্র অপেক্ষা জমাতিরিক্ত ঋণ উত্তম, কারণ-
i. বারে বারে ব্যাংকে যাওয়ার ঝামেলা নেই
ii. যে কোনো হিসাব গ্রাহক এটি পেতে পারে
iii. বাড়তি অর্থের প্রয়োজনেই এটি ব্যবহৃত হয়