ধার ও নগদ ঋণের মধ্যে মিলের ক্ষেত্রগুলো হলো-
i. উভয়ই ব্যাংক আগামের অন্তর্ভুক্ত
ii. উভয় ক্ষেত্রেই জামানতের প্রয়োজন পড়ে
iii. উভয়ই বাণিজ্যিক ঋণ
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে ১নং প্রশ্নের উত্তর দাও :
কোনো একটি প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় ১০,০০,০০০ টাকা। স্থির ব্যয় ২,৫০,০০০ টাকা। পরিবর্তনশীল ব্যয় ৬,৫০,০০০ টাকা।
প্রতিষ্ঠানের নিট মুনাফা কত?
ব্যবসায় প্রতিষ্ঠানের গৃহীত বিনিয়োগ সিদ্ধান্ত লাভজনক বিবেচিত হয় কখন?
বাংলাদেশে বিদ্যমান বিমা ব্যবসায়ের সমস্যার সমাধান হচ্ছে -
i. বিমা ব্যবসায়ের আধুনিকীকরণ
ii. বিমা শিক্ষাকে সার্বজনীন করা
iii. অধিক শিল্প-কারখানা প্রতিষ্ঠা করা
অনিশ্চয়তা হতে যে ক্ষতির সৃষ্টি হয় তাকে কী বলে?
নিচের উদ্দীপকটি পড় এবং ২০নং প্রশ্নের উত্তর দাও : হক কোম্পানির ইক্যুইটি মূলধন ব্যয়ের হার (Ko) ১৫% এবং ব্যক্তিগত করের হার ২০%।
সংরক্ষিত তহবিলের বায়ের হার (Kr) কত হবে?