হস্তান্তরযোগ্য দলিল হতে পারে-
i. মালিককে দেয়
ii. বাহককে দেয়
iii. আদেশে দেয়
নিচের কোনটি সঠিক?
হস্তান্তরযোগ্য ঋণের দলিল হস্তান্তরিত হওয়ার উপায়সমূহ হলো-
i. অনুমোদনের মাধ্যমে
ii. পৃষ্ঠাঙ্কনের দ্বারা
iii. অর্পণের দ্বারা
উপরে টাকার অঙ্ক মুদ্রিত থাকে-
i. চেকে
ii. ব্যাংক নোটে
iii. সরকারি নোটে
১ও২ টাকার নোট হচ্ছে-
i. সরকারি নোট
ii. বিহিত মুদ্রা
iii. অর্থ মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত
অঙ্গীকারপত্র ও বিনিময় বিলের মধ্যে মিল হলো-
i. উভয়ই সাদা কাগজে প্রস্তুত করা যায়
ii. উভয়ই বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত হয়
iii. উভয়ই মেয়াদপূর্তির পূর্বে বাট্টাকরণ করা যায়
সরকারি নোটের বৈশিষ্ট্য হলো-
i. অর্থ মন্ত্রণালয়ের সচিব এতে স্বাক্ষর করেন
ii. এতে রূপান্তরে বাধ্য করা যায় না
iii. এর ধরণ ও ব্যবহার সীমিত