বাবু AB ব্যাংকে ৪,০০০ টাকা ৮ বছরের জন্য জমা রাখে। কত % সুদে উক্ত টাকা ৮ বছরে দ্বিগুণ হবে? ৭২ বিধিতে প্রয়োগ করে দেখাও।
অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে-
i. ছয় মাস পর পর সুদ গণনা করা হয়
ii. বছরে ২ বার সুদ গণনা করা হয়
iii. m-এর মান ২
নিচের কোনটি সঠিক?
স্কুল পরিশোধ সূচির সাধ্যমে জানা যায়-
i. কিস্তির পরিযাণ
ii. প্রতি কিস্তিতে সুদ পরিশোধের পরিমাণ
iii. কিডির সংখ্যা
চিরস্থায়ী বৃত্তির বৈশিষ্ট্য হলো-
i. সমপরিমাণ নগদ প্রাপ্তি ও প্রদান
ii. অসীম সময়
iii. চক্রবৃদ্ধিকরণ
বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায়-
i. বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া
ii. অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া
iii. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া
এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের বিবেচ্য বিষয়গুলো হলো-
i. ভবিষ্যৎ মূল্য
ii. সুদের হার
iii. বৃত্তির পরিমাণ
সরল সুদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ব্যাংক সঞ্চয় হিসাব
ii. ডাকঘর সঞ্চয় হিসাব
iii. সরকারি সঞ্চয়পত্র
মুদ্রাস্ফীতির কারণে বৃদ্ধি পায়-
i. বিনিয়োগ
ii. উৎপাদন খরচ
iii. কাঁচামালের মূল্য
অর্থের সময়মূল্যের নির্ধারকগুলো হলো-
i. সময়
iii. চক্রবৃদ্ধির সংখ্যা
মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে-
i. কার্যকরী সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধির চেয়ে বেশি হয়ে থাকে
ii. কার্যকরী সুদের হার সাপ্তাহিক চক্রবৃদ্ধির চেয়ে কম হয়ে থাকে
iii. m-এর মান ১২ হয়ে থাকে
সময়ের সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে কী বলে?
ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে কী বলা হয়?
বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করলে মেয়াদ শেষে যে পরিমাণ অর্থ পাওয়া যায় তাকে কী বলা হয়?
অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়া বা কৌশল কোনটি?
অসীম সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের প্রাপ্তি বা প্রদানকে কী বলে?
বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যেকোনো পরিমাণ অর্থ কত বছরে দ্বিগুণ হবে তা নিচে কোনটির মাধ্যমে জানা যায়?
অর্ধ-বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যেকোনো পরিমাণ অর্থ কত % সুদে দ্বিগুণ হবে তা কোনটির মাধ্যমে জানা যায়?
মাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে প্রতিবছরে কতবার সুদ গণনা করা হয়?
চক্রবৃদ্ধিকরণ কোনটি নির্ণয় করার ক্ষেত্রে জড়িত?
সুদের হার ১০% হলে ১ বছর পরে ১১০ টাকা বর্তমানের কত টাকার সমান মূল্য বহন করে?