প্রতি চার (৪) মাস পর পর সুদ গণনা করা হলে বছরে চক্রবৃদ্ধি সংখ্যা হবে-
এিকের অধিক অসমান সগদ প্রাপ্তি বা প্রদান ঘটলে তাকে বলা হয়-
দ্বিমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা (m) কত হয়ে থাকে ?
মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধিস্থর সংখ্যা (m) কত হয়ে থাকে ?
ব্যবসায়ে সর্বাধিক তরল সম্পদ হচ্ছে-
নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়?
৬৯ এর বিধি কোথায় ব্যবহৃত হয়?
বাট্টাকরণের বিপরীতে পদ্ধতি কোনটি?
আছমা কোম্পানির ন্যূনতম পরিচালন নগদ অর্থের পরিমাণ কত?
উদ্দীপকে নগদ আবর্তন ৮ বার হলে ন্যূনতম পরিচালন নগদ অর্থের পরিমাণ কত হবে?
এক্ষেত্রে নগদ বাট্টার হার হলো-
বাট্টার মেয়াদ হলো-
নগদ রূপান্তর চক্রের পরিমাণ কত হবে?
নগদ আবর্তন সংখ্যা কত হবে?
RFL কোম্পানির চলতি সম্পদের পরিমাণ নির্ণয় কর।
RFL কোম্পানির চলতি দায়ের পরিমাণ নির্ণয় কর।
প্রাতিষ্ঠানিক অর্থায়নের উৎস হলো-
i. বাণিজ্যিক ব্যাংক
ii. বিমা কোম্পানি
iii. অবচয় তহবিল
নিচের কোনটি সঠিক?
চলতি সম্পদ ব্যবস্থাপনা হলো-
i. দেনাদার ব্যবস্থাপনা
ii. পাওনাদার ব্যবস্থাপনা
iii. মজুদ ব্যবস্থাপনা
স্বল্পমেয়াদি অর্থায়নের হাতিয়ার হলো-
i. বাণিজ্যিক কাগজ
ii. ব্যাংকের স্বীকৃতিপত্র
iii. বিনিময় বিল
জামানতবিহীন স্বল্পমেয়াদি অর্থায়ন হলো-
i. ঋণ রেখা
ii. ঘূর্ণায়মান ঋণ
iii. লেনদেন ঋণ