স্বল্পমেয়াদি অপ্রাতিষ্ঠানিক তহবিলের উৎস হলো-
i. বাণিজ্যিকপত্র
ii. গ্রাম্য মহাজন
iii. ক্ষুদ্র ঋণ
নিচের কোনটি সঠিক?
মজুদ সম্পর্কিত ব্যয়সমূহ হলো-
i. ফরমায়েশ ব্যয়
ii. পরিচালন ব্যয়
iii. বহন ব্যয়
চলতি মূলধন প্রয়োজন হয়-
i. কাঁচামাল ক্রয়ে
ii. মজুরি প্রদানে
iii. ভাড়া প্রদানে
ব্যবসায় ঋণের বৈশিষ্ট্য হলো-
i. সর্বোচ্চ মেয়াদ ১ বছর
ii. জামানতযুক্ত
iii. ধারে ক্রয়-বিক্রয় থেকে সৃষ্ট
'২/১০ নিট ৩০' শর্তের ক্ষেত্রে-
i. বাট্টার মেয়াদ ১০ দিন
ii. নগদ বাট্টার হার ২%
iii. ঋণের মেয়াদ ১২ দিন
নগদ অর্থের সমতুল্য-
i. প্রাইজবন্ড
ii. হাতে নগদ
iii. পোস্টাল অর্ডার
মজুদ পণ্য হলো-
i. কাঁচামাল
ii. অসম্পূর্ণ পণ্য
iii. সহায়ক পণ্য
ফরমায়েশ ব্যয়গুলো হলো-
i. পরিবহন ব্যয়
ii. মাল ঘাটতিজনিত ব্যয়
iii. গুদাম ব্যয়
বহন ব্যয়গুলো হচ্ছে-
ii. গুদাম ব্যয়
iii. অবনতি ব্যয়
মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ণয়ের পদ্ধতি হলো-
i. সমীকরণ পদ্ধতি
ii. তালিকাবদ্ধ পদ্ধতি
iii. লেখচিত্র পদ্ধতি
স্বল্পমেয়াদি অর্থায়নের মেয়াদ কত?
স্বল্পমেয়াদি অর্থসংস্থানের উৎস কোনটি?
স্বল্পমেয়াদি অর্থসংস্থান বলতে কী বোঝায়-
স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস কোনটি?
স্বল্পমেয়াদি অর্থায়ন ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে?
স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস কোনটি?
স্বল্পমেয়াদি অর্থায়নের সুদের হার সাধারণত দীর্ঘমেয়াদি অর্থায়নের চেয়ে-
২/১০, নিট ৩০ এ শর্তের ক্ষেত্রে নগদ বাট্টার হার কত?
২/১৫, নিট ৪৫ এ শর্তের ক্ষেত্রে বাট্টার মেয়াদ কত দিন?
“৩/১০, নিট ৬০” এ শর্তের ক্ষেত্রে ঋণ পরিশোধের মেয়াদ কত দিন?