স্নায়ুতন্ত্র বলতে আমরা বুঝি-
i. বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে
ii. জৈবিক কার্যাবলির সমন্বয় করে
iii. বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবেশের সম্পর্ক রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
স্নায়ু শাখা (Axon) অবিভক্ত থাকে যে স্নায়ুকোষে-
i. একমেরু বিশিষ্ট স্নায়ুকোষে
ii. দ্বিমেরু বিশিষ্ট স্নায়ুকোষে
iii. বহুমেরু বিশিষ্ট স্নায়ুকোষে
কার্য অনুসারে স্নায়ুকোষের প্রকারভেদগুলো হলো-
i. অন্তর্মুখী স্নায়ুকোষ
ii. একমেরুবিশিষ্ট স্নায়ুকোষ
iii. সংযোজক স্নায়ুকোষ
প্রতিবর্তী ক্রিয়ার উদাহরণ-
ⅰ. হাই তোলা
ii. গাড়ির হর্ন শুনে লাফ দিয়ে সরে দাঁড়ানো
iii. জোরে চিৎকার করা
স্নায়ুতন্ত্রের প্রধান ভাগগুলোর নাম হলো-
i. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
ii. মস্তিষ্ক
iii. প্রান্তীয় স্নায়ুতন্ত্র
থ্যালামাসের মধ্য দিয়ে যায়-
i. চক্ষু থেকে প্রাপ্ত তথ্য
ii. কর্ণ থেকে প্রাপ্ত তথ্য
iii. ত্বক থেকে প্রাপ্ত তথ্য
উদ্দীপকে উল্লিখিত লিপুর আচরণের জন্য দায়ী হরমোন-
i. এসট্রোজেন
ii. এন্ড্রোজেন
iii. টেস্টোস্টেরন