স্নায়ুতন্ত্র বলতে আমরা বুঝি-
i. বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে
ii. জৈবিক কার্যাবলির সমন্বয় করে
iii. বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবেশের সম্পর্ক রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
কোন ধরনের স্নায়ুকোষের কোষ কেন্দ্রিকার একদিকে থাকে একটি স্নায়ুকেশ, অপরদিকে থাকে একটি স্নায়ু শাখা?
স্নায়ুকোষের গ্রহণকারী প্রান্ত বা প্রবেশদ্বার কোনটি?
স্নায়ু শাখা (Axon) অবিভক্ত থাকে যে স্নায়ুকোষে-
i. একমেরু বিশিষ্ট স্নায়ুকোষে
ii. দ্বিমেরু বিশিষ্ট স্নায়ুকোষে
iii. বহুমেরু বিশিষ্ট স্নায়ুকোষে
কার্য অনুসারে স্নায়ুকোষের প্রকারভেদগুলো হলো-
i. অন্তর্মুখী স্নায়ুকোষ
ii. একমেরুবিশিষ্ট স্নায়ুকোষ
iii. সংযোজক স্নায়ুকোষ
শরীরের বিভিন্ন ইন্দ্রিয় থেকে সংবেদন বা উদ্দীপনা বহন করে মস্তিষ্কে নিয়ে আসে কোন ধরনের স্নায়ুকোষ?
প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
একটি স্নায়ুকোষ থেকে উদ্দীপনা কয়টি স্নায়ুকোষে সঞ্চালিত হতে পারে?
প্রতিবর্তী ক্রিয়ার উদাহরণ-
ⅰ. হাই তোলা
ii. গাড়ির হর্ন শুনে লাফ দিয়ে সরে দাঁড়ানো
iii. জোরে চিৎকার করা
সম্মুখ মস্তিষ্কের কয়টি অংশ রয়েছে?
স্নায়ুতন্ত্রের প্রধান ভাগগুলোর নাম হলো-
i. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
ii. মস্তিষ্ক
iii. প্রান্তীয় স্নায়ুতন্ত্র
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভাগ কোনটি?
মস্তিষ্কের প্রহরীরূপে কাজ করে কোনটি?
নিম্নদেশীয় মেরুস্নায়ুর সংখ্যা কত?
থ্যালামাসের মধ্য দিয়ে যায়-
i. চক্ষু থেকে প্রাপ্ত তথ্য
ii. কর্ণ থেকে প্রাপ্ত তথ্য
iii. ত্বক থেকে প্রাপ্ত তথ্য
কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়?
পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশের স্ফীতির ফলে কোনটি ঘটে?
মানবদেহে কয়টি এড্রিনাল গ্রন্থি রয়েছে?
কোন হরমোনটির প্রভাবে শরীরে তীব্র ভাবানুভূতি ও উত্তেজনার সমস্ত লক্ষণ প্রকাশ পায়?
উদ্দীপকে উল্লিখিত লিপুর আচরণের জন্য দায়ী হরমোন-
i. এসট্রোজেন
ii. এন্ড্রোজেন
iii. টেস্টোস্টেরন