পৃথকভাবে মনোবিজ্ঞানকে প্রতিষ্ঠিত করার জন্য সাধারণত যাদের কৃতিত্ব প্রদান করা হয়-
i. সিগমুন্ড ফ্রয়েড
ii. উইলিয়াম জেমস্
iii. উইলহেম উন্ড
নিচের কোনটি সঠিক?
আসিফ সাহেব কোন মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অধিকারী?
পেট্রোভিচ প্যাভলভ কোন সালে জন্মগ্রহণ করেন?
রজার স্পেরির গবেষণার মূল বক্তব্য কী ছিল?
মাসলোর প্রেষণার বোধগম্য পর্যায়ক্রমিক মতবাদ এর সর্বনিম্ন স্তরে কোনটি রয়েছে?
প্যাভলভের সাপেক্ষণ সূত্রে ব্যবহৃত উদ্দীপক হলো-
i. স্বাভাবিক উদ্দীপক
ii. নিরপেক্ষ উদ্দীপক
iii. অভ্যন্তরীণ উদ্দীপক
জন বি. ওয়াটসন যাদের কর্মের দ্বারা উদ্দীপ্ত হয়েছিলেন তারা হলেন-
i. ফ্রয়েড
ii. প্যাভলভ
iii. থর্নডাইক
সাপেক্ষিত প্রতিবর্ত অনুধ্যান কার সৃষ্টি?
১৯০৪ সালে মেডিসিন ও শারীরবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন কে?
মনোবিজ্ঞানের প্রাথমিক বিষয়সমূহ আলোচিত হয় কোন মনোবিজ্ঞানে?
সাধারণ মনোবিজ্ঞানকে সকল শাখার কী বলা যেতে পারে?
"আমরা বাস্তব সমন্ধে যা কিছু জানি তা জটিল নিয়ম অনুসারে চলছে যা সংবেদী তথ্যকে ব্যাখ্যা করে" কার বক্তব্য?
প্যাভলভের মতে, মনোবিজ্ঞানের বিষয় হলো-
i. শিক্ষণ
ii. অনুষঙ্গ
iii. সাপেক্ষণ
বিজ্ঞানের আবিষ্কার মানব কল্যাণের কাজে লেগেছে- এটি মনোবিজ্ঞানের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যার-
শারীরিক বৃদ্ধির সাথে শিশুর আচরণের যে পরিবর্তন ঘটে, তা মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?
একজন ব্যক্তি বা একটি দলের সমস্যা নিরূপণ করে তা সমাধানে সাহায্য করা কাউন্সেলরগণের কোন ধরনের ভূমিকা?
মনোবিজ্ঞানের কোন শাখাটি মানব প্রকৌশল নামেও পরিচিত?
মনোবিজ্ঞানে কাউন্সেলিংকে কী হিসেবে দেখা হয়?